B-61#জিলাপি তলা

জিলাপি তলা
মনে পরে সেই শিশুকাল  বেলা,
             আমার পরিচিত সেই জিলাপিতলা।
স্কুল ফিরতি যখনই বসতাম,
                  কত পাকা ফল কুঁড়িয়ে পেতাম।
সেই একবার দোলের সময়,
                অজয়, বিজয় কি দিয়েছিলো ভয়।
লুকিয়েই সেই জিলাপি তলায়,
               রং ছুঁড়েছিলো উর্দি পুলিশের গায়।
বাবার সে মার আজও ব্যথা লাগে,
    দোল আসলেই আগে সে কথা কেন জাগে।
বয়স কালে আমি আজও গিয়ে বসি,
               কি অপরূপ সেই স্মৃতি ছিল দেখি।
একটু এগোলেই সে শিমুল গাছ,
                    কত মৌচাক বাসা বাঁধে আজ।
এরাই তো ছিল আমার প্রকৃতি,
           ছোট্ট বেলার সেই স্মৃতির আঁকিবুকি।
হয়তো আগামী দেখাবে কত দামি,
           চোখের পলকে সেও মুছে যাবে নামি,
হায়রে শিশুকাল কেবলই ভাবায়,
     জিলাপি তলায় আজও  মনকে কাঁদায়। ।





Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা