B-81# Status নাকি cactus

Status নাকি cactus দুটো কথায় শুনতে ভারী মজাদার লাগে, যাঁর আক্ষরিক অর্থে প্রথমটা হোলো একটা পরিধি বা লেবেল, আর দ্বিতীয়টা হোলো কাঁটা গাছ যা মরুভূমিতে অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায়। যদিও এর মিল সবার ক্ষেত্রে সমান নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটু তলিয়ে দেখলে সমার্থক। অর্থ বা পয়সা এ এমন এক জাদুকাঠি কেবলই লাফায় দম দেওয়া পুতুলের মত। যাঁর কাছে যত দামি পুতুল সে বেশিক্ষন লাফায়,আর যাঁর কাছে কমদামি সে অল্পক্ষন লাফায়, কিন্তু লাফায়। কিন্তু মজার ব্যাপার হোলো কেউ কেউ অল্প দম দেয় , তাই সে বেশিক্ষন টিকিয়ে রাখতে পারে, গদা কথায় সে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য, সেক্ষেত্রে লক্ষী চঞ্চলা হোন না, অধিষ্ঠান করেন।কিন্তু বিপুল পরিমান অঘোষিত অর্থ হলে কি করবেন সেখানে ভয়, না রাখার জায়গা না সুষ্ঠ ভাবে খরচের জায়গা তখনই cactus এসে হাজির হোন। Status কথাটা একটা বিভ্রান্তিকর চিন্তাধারা একেকটা মানুষের কাছে, কেউ এটাকে অপভ্ৰংশ করেন আবার কেউ অতিরঞ্জিত,আবার কারো ক্ষেত্রে ব্যাপারটা একটা মার্জিত চিন্তাধারা। যাঁরা অতিরঞ্জিত করেন তাঁদের ক্ষেত্রে এর সংজ্ঞাটা একটু ধনবা...