B-42#চার অধ্যায়

চার অধ্যায় 

সাজানো বাগান শুকিয়ে গেছে, রইলাম মোরা দুই, 
কত সে প্রবল ভালোবাসা ছিল, কত খুনসুটি, আজ সে কই? 
মনে পড়ে সেই শিশুকাল কথা, ভাগ করে নিতাম যত মাথাব্যথা, 
ভাগের ঘরে টান পড়েছে, একে একে সবই হারাতে বসেছে। 
তবু ভাবি আজ আছি দুই জন, কে যে হবে একা জানেনা এ মন,
জীবন যুদ্ধে শুধু সংগ্রাম করি,  দিনের শেষে যে কি বিষাদে মরি।  
ঠাঁই কি হবে আরো কিছুদিন, বাকি দুই অধ্যায় পাবে কি সুদিন, 
ভালো কিছু তো সবেতেই ভাবি, শেষে কেন শুধু ইতিতেই এ ছবি?



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)