Posts

Showing posts with the label OPTIMIST

B-155# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- ষষ্ঠ ও শেষ ভাগ

Image
একটা মানুষ হয়তো ভুল বসত একই আবর্তে ঘুরতে থাকে যেটা হয়তো আমি নিজেও করে চলেছি এতকাল। যা আমার হওয়ার নয় সেখানেই প্রতি পদক্ষেপে বাধা,আর তাতেই আমরা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাই, প্রশ্ন একটাই শুধুই আমার ক্ষেত্রেই কেন? আল্লাহ হয়তো অন্য আরো ভালো কিছু রেখেছেন আমার জন্য সেটা অনেক পরে বুঝি ।অবশ্য এটার ও প্রয়োজন আছে মানুষ ভুল থেকেই তো শিক্ষা নেয়।কোনো কিছু জোর করে করলে সেটা হয়তো পাড় পাওয়া যায়, কিন্তু মাসুলটাও গুনতে হয় অনেক বেশি পরবর্তী সময়ে। হোটেলের কাজ, আমড়া বিক্রি, ফলের ব্যবসা, আবারও হোটেলের কাজে একই আবর্তে ঘুরে চলেছি সেই ছোটোবেলা থেকে । জীবনের উদ্দেশ্য তো একটাই সব কিছুই করতে পারি আমি ঐ পড়াশুনোটা যদি চালিয়ে নিয়ে যেতে পারি। একদিন রাতে ভাবতে ভাবতে সারাটা রাত জেগে রইলাম,উত্তর পেলাম লেখাপড়া- ঐ পথে যদি যাই আমার আর কোনো বাধা আসবে না।এতকাল যে সব করেছি সেগুলো ছিল অভিজ্ঞতা এটারও প্রয়োজন আছে,তা না হলে নিজেকে শানিত করবো কি ভাবে- কোনটা ঠিক কোনটা ভুল? পরীক্ষার খাতা হাতে পেয়ে আমি তো খুশি তখন প্রিন্সিপাল স্যারকে আমার সংগ্রামের সব কাহিনী বলি। উনি কিছুটা দীর্ঘনিশ্বাস ফেলেন আর আমায় বলেন তুমি স্কু