B-122#জহর বাবু

জহর বাবু “ফিরকি” নামে চেনা সিরিয়াল, রোজ যে দেখা চায়, “কি করে বলবো তোমায়” ওটা দেখি আগে, পরে এসো ভাই। "কৃষ্ণকলির" দারুন ক্লাইম্যাক্স, লেপের ভিতরে মজার আমেজ, জহর বাবুর হাজার কাজ, সিরিয়াল না পেলেই কপালে ভাঁজ। ঠান্ডাটা বেশ পড়েছে, "রানী রাসমণি" ও জমে উঠেছে, কোনো কাজ করবে না সে, কুলুপ এটে তাই টিভিতে বসেছে। কোন সেই ভোর বেলাতে, এ শিফট ডিউটির পাট চুকেছে, ফিরতি পথে মুর্গা এনে, বৌ রেগে আবার কাটতে বসেছে। আনখাই কথা বলেন না উনি, ...