Posts

Showing posts with the label Teachers day paragraph in bengali Language

B-44#TEACHERS_DAY_শিক্ষক_দিবস

Image
শুভ শিক্ষক দিবস শিক্ষক দিবস, অর্থাৎ যাঁর জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি উনি হলেন সর্বপল্লী ড: রাধাকৃষ্ণণ। আসুন যেনে নেওয়া যাক কি ছিল তাঁর অবদান দেশের প্রতি কেনই বা তাঁর জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।  এই মহান প্রতিভাবান ব্যক্তিটির জন্ম হয় ইং1888 সালে থিরুতন্নি শহরে 5ই সেপ্টেম্বর এ। মারা যান 17ই এপ্রিল 1975 চেন্নাই শহরে। পিতার নাম সর্বপল্লী ভিরাস্বামী, মাতা সর্বপল্লী সিতা। উনার জন্মভূমির এই শহরটির একটি বিশেষ ঐতিহাসিক মূল্য আছে যা আমাদের অনেকের কাছে জানা সেই বিখ্যাত মন্দির তামিলনাড়ুর  থিরুত্তানি মুরুগান মন্দির।চেন্নাই সেন্ট্রাল থেকে যার দূরত্ব মাত্র 88 km। একটি পর্যটক স্থল  দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পেশাগত অবদানকে স্মরণে-বরণে শ্রদ্ধায় পালন করার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই মহান শিক্ষক দিবস পালন করার রীতি রয়েছে। নির্দৃষ্ট দিনটি বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয়ে থাকে। যেমন বিশ্বের অধিকাংশ দেশেই ৫ অক্টোবর, ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। UNICEF থেকেও, ৫ অক্টোবর দি