B-79#দুই নৌকা

দুই নৌকা মানুষগুলো কেমন ভোল পাল্টায়, স্রোতের টানে সে গা ও ভাষায়, কেন বুঝিনা দিনের শেষে , বহুরূপী ঢঙে সেজে সে এসে, ধ্যানধারণার ডিগবাজিতে, কেবলই এদিক ওদিক মেশে। দুজনেই ভাবে দুজনে চালাক, শুধুই এতটুকু বোঝার ফারাক, বিশ্বাস করে বারবার ঠগে, অবিশ্বাস ভাবে সমঝোতা করি আগে, চললো এবারে সমঝোতার পালা, ভাবনা ভাবে কি যে একি জ্বালা। ভুলটা কোথায় একটু ভাবি, সত্যি বুঝিনা কেন মিছে রাগী। এবারে বুঝ...