B-87# দুগ্গা মায়ের জয়

           দুগ্গা মায়ের জয় 
রংবাহারি সাজ পোশাক, 
               আমাদের মুখে কেন নেই ভাত,
ফিবছর ঘুরি প্যান্ডেলে প্যান্ডেলে, 
                এ বছর তাও এতটুকু না মেলে।

ষষ্ঠীতে মা তোমার বোধন, 
                     সপ্তমীতে নবপত্রিকার বাঁধন,
পোশাক বলতে ছেঁড়া সে সাজ, 
                  কোথায় পাবো এ বছরে আজ।
আমাদের কথা কতই  লোকে বলে,
                কাছে গেলেই সব দূরে যায় চলে,
অষ্টমীতে উপোসি অঞ্জলি, 
               খিদেতে দুভায়ের পেট যায় জ্বলি।
নবমী দশমী তোমার আক্ষেপ, 
                 আমাদের উপোস প্রতি পদক্ষেপ।
কুড়াদান সে তো তাও ভালো, 
          কপালে জোটেনি সে উচ্ছিষ্ট গুলোও।
সাতদিন দেখি থেকো উপোস করে, 
                  ইষ্টদেবতা তাকাবেন ও না ঘুরে,
যেসব তোমরা সমানে করো শখে,
       আমরা হাসি কেবল তোমাদেরই দেখে।


Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)