Posts

Showing posts with the label FRIENDSHIP

B-122#জহর বাবু

Image
জহর বাবু “ফিরকি” নামে চেনা সিরিয়াল,                               রোজ যে দেখা চায়, “কি করে বলবো তোমায়”            ওটা দেখি আগে, পরে এসো ভাই। "কৃষ্ণকলির" দারুন ক্লাইম্যাক্স,                 লেপের ভিতরে মজার আমেজ, জহর বাবুর হাজার কাজ,              সিরিয়াল না পেলেই কপালে ভাঁজ। ঠান্ডাটা বেশ পড়েছে,                   "রানী রাসমণি" ও জমে উঠেছে, কোনো কাজ করবে না সে,                কুলুপ এটে তাই টিভিতে বসেছে। কোন সেই ভোর বেলাতে,                  এ শিফট ডিউটির পাট চুকেছে, ফিরতি পথে মুর্গা এনে,                 বৌ রেগে আবার কাটতে বসেছে। আনখাই কথা বলেন না উনি,                         যোনটা বলেন শোনটা শুনি, আজ শনিবার নিরামিষ বার,                  ঝোল খায় শুধু, বাকিটা রবিবার। নিয়মটা তাহলে ভঙ্গ করো,                                 মা কালির দিব্যি বলছি,            দমতক আজ  ভুল হয়ে গেলো।  

B-20#লবটুলিয়া থেকে রাতমোহনা (শুভ সুমেধার ষষ্ঠ পর্ব)

Image
লবটুলিয়া থেকে রাতমোহনা  কি ব্যাপার সুমি, এতো সকাল সকাল কোনোদিন তো তুমি আসো নি আমায় দেখতে, আর এমনিতেই আমি আগের থেকেও অনেক সুস্থ, কথাও বলছি,  তবে কষ্ট হচ্ছে। আরে বোলবে তো নাকি তোমায় বেশ বিধ্বস্ত দেখাচ্ছে, চোখ দুটো বেশ লাল হয়ে গেছে। এই কিছু লুকোচ্ছ ?  আচ্ছা বসো দেখি,  কিছু তো হয়েছেই,  শোনো বুঝেছি তুমি বোলবে না, আমি তোমার চোখ দুটো দেখলেই বুঝি, বলবো – ন কাকুর কিছু হয়েছে তাই তো?  আমি আগেই টের পেয়েছি পাশের ঘরে কাল বেশ মাঝ রাতেই ইমার্জেন্সি তে ডাক্তাররা বেশ ছুটোছুটি করছিলেন, কি জানি বলছিলেন কানে এসেছিলো ঠিকই, কিন্ত পরক্ষনেই ভাবলাম ইমার্জেন্সি তে তো সারাটাক্ষন টা অমন হয়,  সেটা যে ন কাকু.......                                     হ্যাঁ শুভ ঠিক ধরেছো কাল রাতেই 1.40 মিনিটে, ন কাকিমা কিন্ত বেশ মানসিক ভাবে শক্ত, এতটুকুও চোখের জল নেই,  আমরা তো রাত তিনটে থেকেই হাসপাতালে।  কি অদ্ভুত জানো শুভ,  গতকাল বিকেলেই তোমার ডিসচার্জ লেটার দিয়ে দিয়েছেন, আমরা তখন থেকেই ব্যস্ত ছিলাম ন কাকুকে নিয়ে, তাই বলেও ছিলাম তোমায় কাল নিয়ে যাবো। আমি তো ভাবলাম তোমায় চমক দেবো সকালে এসে।  কিন্তু কি অদ্ভুত দেখো তুমি আর