Posts

Showing posts with the label Dream

B-149#রাতের স্বপ্ন কিন্তু শিক্ষা

Image
রাতের স্বপ্ন কিন্তু শিক্ষা   আজ এক সুন্দর স্বপ্নের গল্প বলবো , স্বপ্নটা আমার কাছে সুন্দর আপনার কাছে নাও হতে পারে এটাই বাস্তব ।   সকালে উঠেই ভেবেছিলাম এটা কি লেখার মত? নিজের একটা বিদঘুটে অনুভূতির কথা লিখবো? কিন্তু মন মানলো না , তাই লিখেই ফেললাম । শুনেছি যা দেখেছো সেটা সত্যি না হলেও যদি বলা যায় ও বলার মাধ্যমে অন্যকে যদি আনন্দ দেওয়া যায় তাহলে মনের অনুভূতির প্রকাশ টা ঠিক সেই সময় কেমন ছিল সেটা নিশ্চয় শেয়ার করা যায় অন্যের সাথে । ঠিক যেটা দেখেছি সেটার  একটা  পুঙ্খানুপুঙ্খ  বিবরণ দিলাম । গল্পটা প্যারাসুট নিয়ে । আপনারা অনেকেই দেখেছেন কালীপুজোর রাতে যেই রকেটটা আমরা অমাবস্যার রাতের অন্ধকারে আকাশে পাঠাই সেটা অনেক দূর ওঠার পরে একটা বাজি বা পটকার আওয়াজ হয় আর ঠিক তার পরেই একটা ছোট্ট সাদা প্লাস্টিকের প্যারাসুট রকেট টাকে নিয়ে নিচে নেমে আসে ।  একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন যখন রকেটটা নিচের দিকে নামতে থাকে ঠিক পাশে একটা বাতি জ্বলতে থাকে অনেকক্ষন

B-112 #চিন্তায় স্বপনে

Image
চিন্তায় স্বপনে নিশিরাতে ঘুম ভেঙে,কত কথা দেয় উঁকি, মা বলতেন ঘুমোসনি কেন খোকা,ভোর হতে এখন ও যে ঢের বাকি। দেখবি যা হয়তো স্বপন দেখেছিস, সারাদিন যত বকবকে মাতিস, যত  সব তোর অসম্পূর্ন কাজ, তাই নিয়েই তুই ঘুমেতে ভাবিস। আজও ঘুম ভাঙে,- মনে কোলাহল,অসম্পূর্ণ কত কাজ -চিত্ত বিহ্বল, মুখটি ঘুরায়ে যেই তাঁকে খুঁজি, বলে নিশ্চুপে এসে, কেন এ অহেতুক চিন্তার ঝাঁপি? স্বপনে - খোকা তুই সেটাই দেখিস, দিবাকালেও স্বপনে যেটা খুঁজিস, ইচ্ছেটাই হোলো আসল সত্য, ভাঙুক সে ঘুম স্বপ্নটা বাচুঁক।

B-106# কি হতে চাই

Image
কি হতে চাই  কিচ্ছু হচ্ছে না মন ভারী ক্লান্ত,     যেটা পেতে চায় মন তারই লাগি অশান্ত । স্বপ্ন সে তো অনেক আছে,             সেই কতকাল থেকে বয়ে চলেছি, ঠোকর খেতে খেতে আমি,                  একটি  আশায় বুক বেঁধেছি । জো বিডোন তো কত বর্ষীয়ান          প্রৌঢ়রাতেও ঘুচলো তিনি যাহা চান, এতটুকুই শুধু অনুঘটক হয়ে,                    আগামীতে পাক সে স্বপ্ন পুরান।

B-77#মাধু – দ্বিতীয় ভাগ(শুভ সুমেধার চতুর্দশ অধ্যায়)

Image
মাধু – দ্বিতীয় ভাগ(শুভ সুমেধার চতুর্দশ অধ্যায়) মাধুর সেই করুন কাহিনী, চরম দারিদ্রতার মধ্যে লড়াই, তার মধ্যেও যে একটুখানি আনন্দ পাওয়া যায়, সেই ছোটবেলা থেকেই মাধুরা তা বুঝতে পেরেছিলো। জীবনে সেই শেষ ভালোবাসার একমাত্র সম্বলটুকু মা, তাও  হারিয়ে গেলো। সে খুঁজে পেতে চায় তার শৈশবকে ,আবার করে ভাঙা গড়ার জীবন টাকে। মাত্র এই দুদিনে সে সুমেধা, শুভর মধ্যে একটা ভরসা খুঁজে পায়, একটা স্বপ্ন গড়ে তোলে, পাড়ার বাচ্চারাও মাধুকে একটা সঙ্গী হিসেবে আপন করে নিতে চায়। যেখানে দারিদ্রতা চরম সেখানে বোধহয় শুধুই সমঝোতা, নিজের ভুলকে হয়তো মেনে নেওয়া, আর শুধরে নেওয়া, একটা আপোষ যেটা হয়তো ব্যক্তিগত জীবনে করা হয়ে ওঠেনি মাধুর ক্ষেত্রে।

B-63#চাঁদের জমি

Image
ভাবছি একটু পাড়ি দেবো,                    চাঁদে গিয়েই সে জায়গা নেবো, স্বপ্ন কি করে বাস্তব হবে,             উপায় খুঁজি তাই নিশ্চয় হবে ভবে। আচ্ছা পৌঁছে খাবো কি,                            হোটেল হয়তো নেই বুঝি, কাজের মাসিকে ভাবছি নেবো,                 কাছাকাছি পুকুর নিশ্চয় পাবো। থাকবো কোথায় সেখানে গিয়ে,       দুদিনের ব্যাপার ,আগে পৌঁছয় তো গিয়ে, ধুত্তেরিকা! উড়ছিলাম তো ভালো,                  পন্ড করে দিলে সে সূর্যের আলো।

B-38# বাস্তব_কল্পনা_REALITY

Image
                                  বাস্তব কল্পনা  সোহম আজ দুপুরে বাড়ি গিয়ে লাঞ্চ করে যেই না ঘুমিয়েছি,  এমন একটা অদ্ভুত দুঃসপ্ন দেখলাম জানো?  একবারে টানা  দেড়ঘন্টার, যদিও ঘুমটা হয়েছিল প্রায়  দুঘন্টার। অ্যালার্ম দেওয়ার ছিল ঠিক সাড়েচারটায় তাই ধড়পড়িয়ে উঠে পড়েছি।    জানো অটো তে আসতে আসতে  সেই গল্পটা অবাক হয়ে ভাবছিলাম !! কি দেখলাম।  সেই ভোর চারটেতে উঠেছি,রান্নাবান্না সকাল সকাল সেড়ে,  তাই আর পারছিলাম ও না,  ভাবলাম একটু গা মোড়া দি, ওমা কখন গভীর ঘুমে চলে গেছি মনেও নেই। কি হোলো,  আমি কার সাথে কথা বলে চলেছি, বাথরুম থেকে বেরিয়ে এসো? চা পকোড়া তো ঠান্ডা জল হয়ে গেলো।  নাকি আবার বসের খিঁচুনি খেয়েছো,  তাই পকোড়া আর খাবে না।                                                        মুন, তোমার তো আবার  সেই বিদঘুটে গল্প তাই না?  বলো দেখি শুনি, আচ্ছা সারাটাক্ষন আজব জিনিস কিভাবে তোমার মাথায় ঘোরে? সরি, বলো দেখি কি আরব্য রজনী রহস্য,  নাকি শার্লক হোমস?  ডিটেক্টিভ হলে শুনতে রাজি।                                     ধূর সোহম  মুডটাই নষ্ট করে দিলে থাক আর শুনে লাভ নেই। তোমার তো সারাদিনের পরে ঐ এ

B-30#ইচ্ছে_DESIRE

Image
                                                                        ইচ্ছে বেলা গড়িয়ে সন্ধ্যে এলো নেমে, রাত্রি গড়িয়ে এসেছে যে  ভোর,  নতুন করে গড়বো যে আবার,  খুলতে  হবে চলার সে ডোর।  জীবনটা যেন শুধু কর্তব্য শেখায়, ফুরোতেই যেন তেরোভূতে খায়,  আশা রেখো তাই অনেক বড়,  স্বপ্ন গুলোকে শুধু পূরণ কোরো। প্রতিকূলতার  ঝড় আসবে যেদিন  নিতে,  বুক পেতে বোলো, সময় হয়নি আজও  যে যেতে। অধরা সেই কাজ গুলো, পূর্ণতা পাক কলস ভরে,  মানব জন্ম পাবো একবারই ,  ইচ্ছে গুলোকে  কেন রাখি দূরে।

B-26#जरुरी नहीं, पर सोचना जरुरी हैं

Image
जरुरी नहीं,  पर सोचना जरुरी हैं  जरूरी नहीं की, आपकी हर इच्छा पूरी हो,  जरूरी हैं आपकी इच्छे के लिए प्रयत्न बरकरार  हो।  जरुरी नहीं की आप को लोग हर वक़्त  सुने,  जरुरी हैं,  आपकी बोलने की भाषा, अलग हो ताकि लोग उसे समझें।  जरूरी नहीं की आप बहुत पैसे वाले  हो,  जरूरी हैं, की आपकी चिंतन उस पैसे वाले  से भी बहुत उचित और नेक हो।  जरुरी नहीं,  की आप हर वक़्त  खयालो मे डूबे रहो,  अरे, खयालो मे डूबे  रहने  को ही तो, मुंगेरी लाल कहते हैं। 

B-17 DREAM (স্বপ্ন). ( শুভ সুমেধার চতুর্থ ভাগ)

Image
                                                                                  ... স্বপ্ন....  সুমি, সুমি কোথায় গেলে? আচ্ছা আরেক কাপ চা দেবে? মলি তুই যেন কি বলছিলিস সেদিন?  আবার বললি পরে বলবো?   না ঠিকই বলছো সুমি, তুমি না করেছিলে তাও তো আমি ঘুড়ি ওড়াতে গেলাম, আবার সেটাও তুমি বুঝিয়ে দিলে কত সুন্দর করে বিকেলে। কি গো আমি কার সাথে কথা বলে চলেছি?                           শুভ,  আমি ছাদে, পারলে তুমিও এসো। কাপড় গুলো মেলতে এসেছি, আর শোনো শোনো ছাদ থেকে একটা জিনিস দেখায় তোমায়, আকাশে মেঘগুলো কেমন পেঁজা তুলোর মত এক জায়গায় জমে আছে, আর তোমার স্বপ্নের ঘুড়িগুলো, ওই তুলোর সাথে মাঝে মাঝে মিশে যাচ্ছে।  ইসস, শুভ দেখো কি খারাপ লাগছে তোমার দোবাজ ঘুড়িটা দূরে কেটে গিয়ে,  মাঠে কাশ ফুলের উপরে পড়ছে , আর দেখো দোবাজ কে বাঁচাতে গিয়ে লেজঝোলা ঘুড়িটা,  কেমন ঢিল দিয়ে যাচ্ছে সমানে, এই শুভ,  আসো না,  এতো সুন্দর দৃশ্য তোমায় দেখাতে না পারলে যে মিস হয়ে যাবে।                       সুমি,  আমি তো তোমার পেছনে সেই কখন থেকেই দাঁড়িয়ে। আমি চুপ করে তোমার কথা গুলো শুনছি,   তোমার চোখ দিয়ে আমি সেটা উপলব্ধি ও ক