B-57#ভুল

    ভুল
কত ঠকবাজ, কত মুখে বুলি,
                         পৃষ্ঠপোষক কেউকেটা  ,
বিশ্বাস গুলো শুধুই  ভেঙে চলে, 
           আজও  দাঁড়ায়ে সে তোষামুদে কেষ্টা ।
যখনই ভেবেছি আদৰ্শ করেছি,
                  বুঝি ব্রতী হবো মাথাই তুলেছি,
আদর্শ  গুলোকে বিষ দিয়ে মেখে,
                     অধপতনে গেলো এ দেশটা।

অর্থ, ক্ষমতা এই ঘেরাটোপে,
              রানার ছুটেছে আরো জোরে পথে,
ভাবের ঘরে চুরির প্রাসাদে,
                পৌঁছয় রানার কোন সে প্রভাতে।
ভুলের থেকে কি শিক্ষা নেবো,
   শিক্ষা ভাবে ভুল,তোকেই আগে স্থান  দেবো,
তোষামোদে আজও  তুই যে শ্রেষ্ঠ,
       ওহে বোকা তুই,এখনো কেন কলির কেষ্ট।
শিক্ষার কলসে অশিক্ষা যে ভরে,
                       সময় থাকতে শুধরে নে ওরে,
আসল শিক্ষা পাবি যেদিন,
               অচিন পাখিটা উড়ে যাবে সেদিন।।

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)