Posts

Showing posts with the label Funny

B-158# ছোটো গাড়ি বড় গাড়ি

Image
!!    ছোটো গাড়ি বড় গাড়ি !! ছোটো গাড়ি বড় গাড়ি ,                          যাবো বাড়ি তাড়াতাড়ি , মায়ের সাথে দুপুর বেলায় ,                         খাবার খেয়েই গড়াগড়ি । বিকেল হলেই এমটুকে চায় ,                      হাল্কা মেজাজে ছিপি খুলি , ঠান্ডা বিয়ারে কুল্লি  করে ,           পরের  দুটোতে তাই  মেজাজে চলি। আমার যত ভাই বোন,                       ওদের আমায় দেখতে হবে , এতকাল সব হারিয়ে গেছিলো ,                         এত বছর পর ফিরে পেলি । গ্ৰুপ বাজি আর ধস্তাধস্তি ,                         কে যে কোথায় মস্তি করলি , কেউ বা কাউকে ব্লক করলি ,                  উড়ে এসে  আবার পালিয়ে গেলি । গুড মর্নিং রোজ দেওয়া চায়  ,                 সঙ্গে দুটো জ্ঞানের কথা, আমি তো ভাই রাতের পাখি ,                  তাও খোঁজ নি   রাত দুটো হলে,                          আমারই তো যত মাথাব্যথা। 

B-21#NONTE_FONTE নন্টে পুলিশ, ফন্টে কেরানি

Image
নন্টে পুলিশ ফন্টে কেরানি নারায়ণ বাবুর দুই ছেলে,নন্টে আর ফন্টে, বড় হয়ে তারা কোথায় গেলো , জনগণ চান জানতে। নন্টে পেশায় সিভিক পুলিশ,ফন্টে হয়েছে কেরানি, একজন থাকে বাঁশদ্রোণীতে, অপরজন ডানকুনি। পার্কস্ট্রিট মোড়ে সেদিন দেখা ,পুলিশের বেশে নন্টে, ই রিক কথাটা আজও মনে ধরে, কিছুতেই পারিনে ভুলতে। রাইটার্স থেকে ছুট্টে ফন্টে, আটকে পড়ে সে  জ্যাম জটে, মন্ত্রীর গাড়ি,স্পেশাল গাড়ির,কোনো তোয়াক্কাই যে, না মানে নন্টে। নন্টে বলে হোক সে মন্ত্রী,  বলতো ফন্টে, কিসের এত তাড়া, মর্কটগুলো সাইরেন বাজায়, কিছুই নেই কাজ একটু  দাঁড়া। ভি আই পি সে তো আজ হয়েছে, আমরাও বা কিসে কম ছিলাম, সেলিব্রিটি হয়ে বাড়িতে বাড়িতে, আমাদেরও তো ছিল কত সে সুনাম।

B-11 # SWEETS_MIMOSA_SUGAR_BALLS_ ইতি_নকুলদানা

Image
  ইতি নকুলদানা আমার বড়দিদি যিনি আজ আর নেই, তাকে ঘিরেই জীবনের নানান কাহিনী আজও মনে পড়ে, একটা মজার ঘটনা নিয়ে আমার এই লেখা নকুলদানা। আসল চরিত্রের নাম উহ্য রেখেই এই কাহিনী লেখা। কিন্ত সম্পূর্ণ গল্পটাই বাস্তব সত্য। শ্রীমান শ্রীমতি নাথ, বহুবছর পর শখ হোলো বিদেশ যাবেন, অর্থের অভাব নেই, প্রাচুর্য্যতাই ভরপুর, কিন্তু যাবেন কি ভাবে। চাইলেই তো  আর বিদেশ  যাওয়া যায় না, এ যে স্বদেশ নয়, টিকিট না পেলে  দালাল ধরে টিকেট কাটলেই হোলো, আর ট্রেনে উঠে বসলেই হোলো পৌঁছে গেলাম গন্তব্যে।  যাক পাড়ার এক মহিলাকে উনারা যথেষ্ট শিক্ষিত ভাবেন। কারণ মহিলাটির যথেষ্ট সম্যক জ্ঞান আছে বাইরের জগতের, রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, পাসপোর্ট, ভিসা কি ভাবে করতে হয় পুরোটাই। শ্রীমান শ্রীমতি নাথের কিন্তু হার স্বীকারের বিন্দুমাত্র কোনো ইচ্ছায় নেই দাস বাবুর স্ত্রীর কাছে। যদিও দাস বাবুর স্ত্রী উনাদের থেকে বয়সে অনেকটাই ছোটো, তাই নাথবাবুরা তাঁকে কখনো তুই আবার কখনো তুমি সম্মোধনে কথা বলেন।         আর বোলো না জুঁই তোমার দাদা এত বোকা একটা ট্যাব না ধ্যাব কি বলে না,কিনে এনেছেন প্রায় অনেক টাকা দিয়ে একেবারে আপেল কো