Posts

Showing posts with the label VISWAKARMA PUJA 2020 DATE

B-47#বিশ্বকর্মা_পূজো

Image
বিশ্বকর্মা পূজো  প্রতি বছরই 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজো, একথা আমাদের ছোটবেলার থেকেই জেনে এসেছি। চাঁদের গতি পৃকৃতির উপর নির্ভর করে হিন্দু ধর্মের সব দেব দেবীর পুজোর তিথি স্থির করা হয় একমাত্র বিশ্বকর্মার পুজোর তিথি সূর্যের গতিপ্রকৃতির উপর ভিত্তি করে স্থির করা হয়। তাই দিনটি প্রতি বছর একই দিনে হয় ।যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখনই সময় আসে উত্তরায়ণের। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মার পুজোর আয়োজন। হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্যসিদ্ধান্ত এবং বিশুদ্ধসিদ্ধান্ত- উভয়েই এ বিষয়ে একমত।  বিশ্বকর্মার আক্ষরিক অর্থ হোলো যিনি “সর্বশ্রষ্ঠা “। ইনি হলেন এক হিন্দুদের দেবতা, ঋকবেদ অনুযায়ী ইনি সৃষ্টিকর্তা ও পরম সত্যের এক দেবতা। আরও একটু স্পষ্ট করে বলতে হলে, বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র মাসের শেষ তারিখে নির্ধারিত। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে। এই পাঁচটি মাসের দিন সংখ্যাও প্রায় বাঁধাধরাই- সাকুল্যে ১৫৬টি দিন! এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে। ক