Posts

Showing posts with the label RELATIONSHIP

B-132#পরবাসে

Image
পরবাসে কি গো   উঠছো না যে , ভোর চারটের   অ্যালার্ম টা তো বাজে , আজ ঠান্ডা পড়েছে বলে , বিছানা ছাড়তে ইচ্ছে করছে না , তাই নিমরাজি । আমি থাকতে আমার আগেই তো   উঠে পড়তে , বৃহস্পতিবার পূজোটা দিয়ো , ঐ যে সাঝিটা সিঁড়ির মাঝে। কি রে এখনো ঘুমোবি , শ্বশুর শ্বাশুড়ি বর টা   কেমন  হয়েছে  একটু তো জানাবি ? খাটনিটা খুব বেড়েছে বল , আগে তো তাই কত   বলতাম একটু তো বাড়ির কাজ কর । পাকা কথা তো আগেই  হয়েছিল , কি  করি    বল , বোঝার আগেই তো চলে যেতে হোলো , দেখ তোর বাবার একি কান্ড , বাসি ফুলগুলো না বুঝেই ডাস্টবিনে এসে ঢেলে দিল । জামাই বরণ আর করা হোলো না , আক্ষেপ টা মনে রেখে বিদায় নিয়ে আসতে যে হোলো। বেশ লাগছিলো নতুন বৌয়ের সাজে , ঝলমলে আর টাইরা টিকলি বেনারসির মাঝে । দেখতে নেই তাই দেখিনি তোকে , সিঁদুর দানের পর, যখন মা বলে ডেকে উঠলি, তখনি দেখলাম এক ফাঁকে , হাত দুই তুলে  তোদের দুইজন কে    দূর থেকে আশীর্বাদ দিলাম , মিটলো স্বাদ চোখের দেখা প্রাণটা জুড়োলাম । আচ্ছা

B-27 # ARRIVAL NEWS পৌঁছ সংবাদ (শুভ সুমেধার নবম পর্ব)

Image
পৌঁছ সংবাদ কি গো কি হোলো ঘুম আসছে না বুঝি, আমারও, কি জানি মেয়েটা কতদূর পৌঁছলো, অস্থির তো একটা লাগছেই। জানিনা ঠিক করলাম না ভুল করলাম। স্বদেশে থাকলে কথায় কথায় দুজনের মধ্যে একজন হয়তো দেখে আসতে পারতাম, এখানে তো সেটাও সম্ভব নয়। যখনই যাবো একসঙ্গে দুজনকেই যেতে হবে, এতে বিশাল পরিমান টাকার ও তো একটা ব্যাপার আছে তাই না, আর সব থেকে বড় কথা হোলো যাবো বললেই তো যেতে পারবো না। একটা পারমিশন লাগে মানে ভিসা লাগে, সেও প্রায় মাস দুয়েক তো বটেই তাও আবার বরাত ভালো থাকলে, কোনো রকমের রাজনৈতিক টানাপোড়েন হলে তো কথাই নেই সব বন্ধ।               শুভ, তোমায় স্কাইপে কি ভাবে কানেক্ট করতে হয় মেয়ে শিখিয়ে দিয়েছে তো,পারবে তো নাকি। আমাকেও অবশ্য শিখিয়েছিলো কিন্ত ওতো সব বুঝিনে বাপু। যাক এই শোনোনা মেয়ে বলেছিলো না আমাদের এখানকার সময় প্রায় ভোর পাঁচটাই নাকি পৌঁছে যাবে, বলেছিলো নাকি বেরোতে বেরোতে প্রায় এক ঘন্টা লাগবে মানে সকাল ছটা, টরেন্টো এয়ারপোর্টে নাকি হোস্টেল থেকে গাড়ি পাঠাবে, সেটা বেশিক্ষন লাগার কথা না, যা বলেছিলো মোটামুটি আধঘন্টা লাগবে পৌঁছতে। যাক সাতটা ধরলাম খুব বেশি হলে, যা সব লাগেজ আছে , এমনিতেই মেয়ে কোনোদিন এ