Posts

Showing posts with the label INDIAN DEMOCRACY

B-90 #সংরক্ষণ ও চৈতন্ হেমব্রম

Image
              সংরক্ষণ  ও চৈতন্ হেমব্রম  পৃথিবীর সবথেকে দীর্ঘ ধারা এই ভারতীয় সংবিধান। যখন রচনা হয়েছিল তখন 395টি Article , 22 parts , ও 8 টি schedule ছিল। এই মুহূর্তে 448 Article, 25 parts, ও 12 টি  schedule আছে। যার মধ্যে 104 টি ধারা সংশোধন করা হয়েছে। 25th January 2020 তে, তা দলিত সম্প্রদায়ের  অর্থাৎ SC ও ST দের  সংরক্ষণের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর জন্য লোকসভায় তা পেশ  করা হয়  আগামী দশ বছরের জন্য।দেশের আইন আছে, নিয়মকানুন ও আছে ,সব কিছুই সংরক্ষিত ও নথিভুক্ত। কিন্তু কতজনই বা পায় আবার কতজনই বা জানেন বিশেষ করে দলিত সম্প্রদায়ের লোকেরা। সরকারের এই নিয়মকে সাধুবাদ জানাই অন্তত প্রচেষ্টা তো আছে। প্রথমেই বলি দলিত সম্প্রদায় একটা এঁটে দেওয়া তকমা বহু পূর্বের। একটা অস্পৃশ্য জাতি বলে ভুল ধারণা নিয়েই মানুষের মধ্যে বিভেদের একটা টানা বলিরেখা। আদৌ কি অস্পৃশ্য ম্লেচ্ছ বলে কিছু আছে। তাঁরা ও তো মানুষ, তাহলে এই বিভেদের সুস্পষ্ট কারণ কি? এতই যদি বিভেদ হয় তাহলে কি সংরক্ষন করে, সরকার মহাশয় কি প্রমান করতে চান? দলিত সম্প্রদায় কি রয়েল বেঙ্গল টাইগার যে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ ভালো কিন্তু ecosystem যদি ব্