B-157# আজকের অপু

!! আজকের অপু !! আজকের অপু ঘুরে বেড়ায় না, এলাকার কোনো বনে বাদরে , দুর্গা শুধুই টানে অপুকে , দেখবি চল আকাশে,পেলেন কেমন ওড়ে । কয়লার ট্রেনে তখনও ধোয়ায় , স্বপ্নটা ছিল ধোয়াশা , শিশু মন কত আঁকিবুকি আঁকে , জাগিয়ে রেখেছিল অভাবি প্রত্যাশা । ছুট্টে যেত ভেঁপুর আওয়াজে, জানান দিত আমরা আজও আছি, কাশ ফুলগুলো আজও ফোটে বনে, অপু দুর্গারা আজ লুকোয় এক কোনে। অভাব যেটা তখন ছিল , আজও আছে, হয়তো প্রত্যাশা বেশি , বাবারা কেবলই এক রয়ে গেছে , বেসামালে অবনতি ...