Posts

Showing posts with the label BIOGRAPHY

B-150# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- প্রথম ভাগ

Image
প্রতিবন্ধকতা কখনোই প্রতিবন্ধী নয় , সেটা মনের , জীবন নাটকের চেয়েও নাটকীয় ( রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন ) এ এমন এক বাস্তব কাহিনী। বাংলাদেশের ছেলে লালন   যেখানে কপাল , ভাগ্য , সবটাই প্রতিকূল হলেও জীবন ভেসে গেছে একটাই ইচ্ছে নিয়ে শৈশব থেকে মধ্যবয়সে   চাওয়া – খাওয়া নয় “ পড়বো ” জগৎটা কে জানবো ” কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে “। এতটুকুও কাল্পনিক নয় এক বাস্তব সংগ্রামের কাহিনী লালনের । আমার নাম শেখ লালন , জন্মসূত্রে আমার বাসস্থান বাংলাদেশের চুওয়াডাঙ্গায় । আমার মা বাবার সহযোগিতায় আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করতে পেরেছি । প্রাইমারি স্কুলে ছিলাম প্রথম থেকেই ফার্স্ট বয় , জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হবো । আমরা তিনজন ভাইবোন বড় দিদি ও দাদা আমি সর্ব কনিষ্ঠ । পরিবারের এতোই অভাব অনটন ছিল যে আমার পড়াশুনো বন্ধ করে আমায় স্থানীয় একটা রেস্টুরেন্টে কাজ করতে হয় , বাবা পেশায় ছিলেন কৃষক । বাবাই আমায় হোটেলে কাজে দিয়ে এসেছিলো , আমার খুবই কষ্ট লাগতো কারণ হোটেলের সামনে

#B-5:-- মাস্টারমশাই

Image
সুধী পাঠকমন্ডলী আজ এমন এক মানুষের জীবন কাহিনী আপনাদের অবগত করাতে চাই যিনি তাঁর সারাটা জীবন যেন উৎসর্গ করেদিলেন  ছাত্রদের সেবায়  শিক্ষকতার মাধ্যমে,  বিন্দুমাত্র নিজের কথা না ভেবে বিলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে ।  তাঁর সমস্ত বিষয়ে পারদর্শী  হয়ে ওঠার এক অনবদ্য বাস্তব জীবন কাহিনী  ।  একটা অনুরোধ রইলো প্রত্যেকের কাছে একটু শেয়ার করার জন্য,  নিজের এই লেখার জন্য কখনোই নয়, বিশ্বাস করুন এতটুকু মিথ্যা আশ্বাস দিচ্ছি না , তাঁকে দূরদূরান্তে লোকে জানুক, বুঝুক আজও এমন নিঃস্বার্থ মানুষ বেঁচে  আছেন সেটা সকলের কাছে পৌঁছনোর জন্য ।  প্রতিনিয়ত পর্দার আড়ালে সমানে কাজ করে চলেছেন এক জীবন মুখী প্রতিভা  ।  আশাকরি পুরোটা পড়লেই বুঝতে পারবেন তাঁকে নিয়ে কেন এই লেখা।  আবারো অনুরোধ রইলো লাইক নয় শেয়ার করার জন্য,  আজকের  উদীয়মান ছাত্র ছাত্রীদের কাছে এই অপূর্ব স্যার ।                   মাস্টার মশাই জীবনে প্রায় সাতষট্টি ছুঁই ছুঁই  এক মানুষের সাথে পরিচয় হয়েছিল যেমন তার পান্ডিত্য, তেমনই তার অপরিসীম  জ্ঞান , সেটা সাহিত্যে, কলাতে, বা বিজ্ঞানে, দর্শনে, এমনকি আধ্যাত্বিকতা সমস্ত বিষয়ে পারদর্শী এক ব্যক্তিত্ব  । আস