B-19#RELATION (সম্পর্ক). (শুভ সুমেধার পঞ্চম পর্ব)

সম্পর্ক এ বাবা এখনো ঘুমোচ্ছ শুভ, কত বেলা হয়ে গেলো ওঠো? দেখো দিখি সঙ্গে মলি ও এসেছে, ইসসস চা দিয়ে গেছে, সে তো একেবারেই ঠান্ডা জল হয়ে গেলো । আরে ওঠো, কি স্বপ্ন দেখছিলে নাকি? সমানে হাত পা নাড়ছিলে? ওঠো দেখি, আমি মুখটা ধুয়ে দি, তারপর না হয় চা টা খাও? পারবে তো নিজে নিজে উঠতে, এই তো। বাবা ! রাতে ঘুম হয়নি বুঝি? বালিশের নিচে কত্ত বড় চিঠি, কাকে নিয়ে লিখেছো দেখি , এতো সম্পর্কের বাঁধন? বুঝলাম, অনেক অভিমান হয়েছে? আচ্ছা চা টা খাও তারপর সব উত্তর দিচ্ছি তোমার লেখার একটার পর একটা। কই দেখি এই নাও চা টা প্লেটে ঢেলে দিয়েছি চুমুক দিয়ে দিয়ে খাও দেখিনি। দেখি তোমার প্রথম প্রশ্ন ...