Posts

Showing posts from February, 2021

B-152# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- তৃতীয় ভাগ

Image
ছোটো থেকে শুনেছি মানুষের জীবনে নানা টানাপোড়েন, চড়াই উৎরাই লেগে থাকে তবেই জীবনে সাফল্য আসে। এটা স্কুলে পড়াকালীন বহু মানুষের জীবন কাহিনী বাংলায় পাঠ্য হিসেবে পড়তাম আর নিজের সাথে তুলনা করতাম।আমার সাথে বাকি বন্ধুদের একটু তফাৎ ছিল তাঁরা এটাকে পাঠ্য হিসেবে দেখতো কারণ তাঁরা তো সংগ্রামের সাথে যুঝে নি, আর আমি আমার সাথে তুলনা করতাম জীবন কাহিনী গুলোকে।কিন্ত বেশির ভাগটা দেখতাম এই সংগ্রাম টা একটু বড় বেলায় আসতো অনেক সংগ্রামী মানুষের ক্ষেত্রে। তাহলে আল্লাহ রহমত আমারে দিয়া এত ছোটবেলা থেকে কেন এই পরীক্ষা নিচ্ছেন, এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক করতো সর্বক্ষণ।একদিন এই উত্তর পেলাম এক পুরান পেপার পড়তে পড়তে, মন মানলো। আমি এমন এক বিশেষ ব্যক্তিত্ব যাকে দিয়ে আল্লাহ রহমত ছোটোর থেকে সংগ্রাম করা শেখাচ্ছেন গোচরে, অনেক বড় কিছু করাবার উদ্দেশে। সেটাই যদি ঠিক হয় তাহলে আগামী সমস্ত পথটা কষ্টের মধ্যে কাটাতে রাজি, শেষ পরিণতি খুবই ভালোই হবে এই আশায়। ক্লাস টেনে ভর্তি হলাম, কিন্ত যথারীতি আমার ক্লাসে ফাঁকি পড়লো,আর ক্লাসে উপস্থিতির হার এতই কম যে টেস্ট পরীক্ষা দিতে বাধা এলো। এবারে কিন্ত হেডমাস্টার, স্যার ক

B-151# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- দ্বিতীয় ভাগ

Image
আমার জীবনটা ছোটবেলা থেকেই কষ্টের বলবো না,বলতে পারি একটা ঘাত প্রতিঘাত থেকে ধাক্কা খেতে খেতে বড় হওয়া।বন্ধুবান্ধব কেউই বিশ্বাস করে না আর করবেই বা কেমনে আমি তো গরিব ঘর থেকে বেড়ে ওটা লালন যার কোনো চালচুলো সামনে পেছনে কেউই নাই, যেটা আছে শুধুই লাঞ্ছনা আর সবার সামনে পরিহাস।ক্লাস এইট পাশ করা এক শিশুর জীবন সম্বন্ধে কতটুকুই বা জ্ঞান? তবে মাঝে মাঝে মনে হয় এর থেকে বোধহয় কুকুর ছানার ও জীবন সুখের হয় লোকে অন্তত তাদের উচ্ছিষ্ট খাবার আদর করে ডেকে দেয়। এই মনের কষ্টটা পেয়েছিলাম ঈদের দিনে। আমাদের বাংলাদেশে ঈদের সময় একটা লম্বা ছুটি থাকে টানা তিন চারদিন।তাই সেই সময় আমি হোটেলেই থাকতাম,বাইরে কোথায় যাবো?সবার আনন্দের মধ্যে আমার যাওয়া টা ঠিক নয়,আর এমনিতেই সমস্ত খাবারের হোটেল বন্ধ থাকে, খাবার কোথায় পাবো এমনকি আমার নিজের হোটেলেও না। এটা আগে থেকেই বুঝতে পেরে আমি বেশ কিছু "রুটি ও কলা" আমার সাথে রাখতাম।আবার পরিস্থিতি স্বাভাবিক হলে তিন চারদিন পর আমি হোটেল থেকে বাইরে বের হতাম, ঈদের সময় একটা প্রায় বন্দী দশা কাটাতাম।আমাদের চুওয়াডাঙ্গায় বিশেষ কোনো হোটেল নাই দুই তিনটা ছাড়া। তাই চিড়া, মুড়ি,

B-150# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- প্রথম ভাগ

Image
প্রতিবন্ধকতা কখনোই প্রতিবন্ধী নয় , সেটা মনের , জীবন নাটকের চেয়েও নাটকীয় ( রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন ) এ এমন এক বাস্তব কাহিনী। বাংলাদেশের ছেলে লালন   যেখানে কপাল , ভাগ্য , সবটাই প্রতিকূল হলেও জীবন ভেসে গেছে একটাই ইচ্ছে নিয়ে শৈশব থেকে মধ্যবয়সে   চাওয়া – খাওয়া নয় “ পড়বো ” জগৎটা কে জানবো ” কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে “। এতটুকুও কাল্পনিক নয় এক বাস্তব সংগ্রামের কাহিনী লালনের । আমার নাম শেখ লালন , জন্মসূত্রে আমার বাসস্থান বাংলাদেশের চুওয়াডাঙ্গায় । আমার মা বাবার সহযোগিতায় আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করতে পেরেছি । প্রাইমারি স্কুলে ছিলাম প্রথম থেকেই ফার্স্ট বয় , জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হবো । আমরা তিনজন ভাইবোন বড় দিদি ও দাদা আমি সর্ব কনিষ্ঠ । পরিবারের এতোই অভাব অনটন ছিল যে আমার পড়াশুনো বন্ধ করে আমায় স্থানীয় একটা রেস্টুরেন্টে কাজ করতে হয় , বাবা পেশায় ছিলেন কৃষক । বাবাই আমায় হোটেলে কাজে দিয়ে এসেছিলো , আমার খুবই কষ্ট লাগতো কারণ হোটেলের সামনে

B-149#রাতের স্বপ্ন কিন্তু শিক্ষা

Image
রাতের স্বপ্ন কিন্তু শিক্ষা   আজ এক সুন্দর স্বপ্নের গল্প বলবো , স্বপ্নটা আমার কাছে সুন্দর আপনার কাছে নাও হতে পারে এটাই বাস্তব ।   সকালে উঠেই ভেবেছিলাম এটা কি লেখার মত? নিজের একটা বিদঘুটে অনুভূতির কথা লিখবো? কিন্তু মন মানলো না , তাই লিখেই ফেললাম । শুনেছি যা দেখেছো সেটা সত্যি না হলেও যদি বলা যায় ও বলার মাধ্যমে অন্যকে যদি আনন্দ দেওয়া যায় তাহলে মনের অনুভূতির প্রকাশ টা ঠিক সেই সময় কেমন ছিল সেটা নিশ্চয় শেয়ার করা যায় অন্যের সাথে । ঠিক যেটা দেখেছি সেটার  একটা  পুঙ্খানুপুঙ্খ  বিবরণ দিলাম । গল্পটা প্যারাসুট নিয়ে । আপনারা অনেকেই দেখেছেন কালীপুজোর রাতে যেই রকেটটা আমরা অমাবস্যার রাতের অন্ধকারে আকাশে পাঠাই সেটা অনেক দূর ওঠার পরে একটা বাজি বা পটকার আওয়াজ হয় আর ঠিক তার পরেই একটা ছোট্ট সাদা প্লাস্টিকের প্যারাসুট রকেট টাকে নিয়ে নিচে নেমে আসে ।  একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন যখন রকেটটা নিচের দিকে নামতে থাকে ঠিক পাশে একটা বাতি জ্বলতে থাকে অনেকক্ষন