Posts

Showing posts from August, 2020

B-40# বড়দি (প্রথম ভাগ)

Image
                                       বড়দি  (প্রথম ভাগ) দিদি চলে গেছে, একেবারে ঘুমের দেশে, কিন্তু একটা ভুল হয়ে গেছে যা আর কোনোদিন ও মাথা ঠুকলেও শুধরোবে না। শরৎ বাবুর বড়দিদি,  আমার বড়দি,  এই পৃথিবীর সমস্ত বড়দিদিরা কিন্ত তখনো যেমন পাল্টায়নি আজ ও নয়।   মানুষ গুলোর চিন্তাধারা পাল্টেছে,  যুগ পাল্টেছে,  সময়ের সাথে আমরা আধুনিক হয়েছি, আদবকায়দা পাল্টেছে, বড়দিদিরা ভাই বা বোনকে ক্ষমা করা, তাদের ভুল গুলোকে প্রশ্রয় দেওয়া, আবার পরক্ষনেই সেটা ডেকে শান্ত মনে বুঝিয়ে দেওয়া, একটা মাতৃত্ব পূর্ণ মনোভাব সেই সময়েও ছিল আজ ও আছে, বোধকরি একচুল ও এধার ওধার হয় নি, কোথাও যেন পরিস্থিতির সাথে সমঝোতা করে বুঝিয়ে দেওয়া আমি যে তোর বড়দি।                                             ছোটবেলার একটা কথা বেশ মনে পড়ে গেলো, আমি তখন বয়সে বোধহয় চার কি পাঁচ বছরের , সেটা আমার বড়দির থেকে শোনা। বিকেল হয়েছে বড়দি, মেজদি, ছোড়দি ওরা খেলতে যাবে বন্ধুদের সাথে মাঠে চু কিত্ কিত্। মা আমায় চোখে কাজল পড়াচ্ছেন, মাথায় নজর টিপ, মুখে পাউডার, আর আফগান স্নো।  পাউডার দিয়ে আবার টিপের ওপর লেপে দেওয়া, একেবারে পরিপাটি করে চুল আঁচড়ানো। চুলে এতো

BFES-1#GANESH_CHATURTHI

Image
  শুভ গনেশ চতুর্থী 2020 সুপ্রভাত আমার সকল বন্ধুরা ও সকল পাঠকগণ আজ শুভ গনেশ চতুর্থী, তাই শুরু করছি এক শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শ্রী শ্রী গণেশের নামে আমার এই blog লেখা। নানান পৌরাণিক তথ্য নিয়ে আজ হাজির হলাম আপনাদের কাছে। আসা যাক এক বিস্তারিত রূপরেখায় একেক করে :- • পৌরাণিক মতে কেন ইনি সবার আগেই পূজিত হোন, • গনেশের মাথাটি হাতির মাথা কেন , • কলাবৌ কি আদৌ গনেশের বৌ, • গণেশ পুজোর বিধি, মন্ত্র, ও উপকরণ, • গণেশের খাবার ও পৌরানিক কাহিনি, • কোন কোন জায়গায় বা দেশে  উনাকে কি নামে ডাকা হয় I • একবার ব্রহ্মান্ডে সমস্ত দেবতাদের মধ্যে বিরোধ দেখা দিল যে পৃথিবীর সমস্ত দেবতাদের মধ্যে আগে কোন ঈশ্বরের উপাসনা করা উচিৎ। সমস্ত দেবতারা নিজেদের সেরা বলতে আরম্ভ করলেন। নারদ মুনি এই পরিস্থিতি দেখে সমস্ত দেবতাকে শিবের আশ্রয়ে গিয়ে তাঁকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছিলেন। সমস্ত দেবতারা ভগবান শিবের নিকট এসে উপস্থিত,তাঁদের মধ্যে এই ঝগড়া দেখে ভগবান শিব একটি সমাধানের পরিকল্পনা করেন। তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সমস্ত দেবতাকে তাঁদের নিজ নিজ বাহনের সাথে পুরো মহাবিশ্বের আশেপাশে যেতে বলা হয়েছিল। এই প্রতিযোগিতায়

B-39#_বিষাদ_অবসাদ

Image
                           বিষাদ অবসাদ  হাসতে দেখে কখনো ভেবো না,          মনের কোণেও যে চাপা দুঃখ আছে,  দুঃখের জল চোখের পলকে,              ভাবছো কি সে এখনো দুঃখী আছে?  বিষাদ অবসাদ প্রায় কাছাকাছি                       দুটোই যে শুধু জ্বলতে শেখায়,                             জীবন সম্বন্ধে সম্যক জ্ঞানে ,                   বিষাদ অবসাদ যদি স্থান পায়, প্রতিনিয়ত না বলা সে কথা,                       কান্না হাসিতে যেন মিশে যায়। কি পাওনি ওটা ভাবা বৃথা,           যা পেলে আজও ওটাই যে খাঁটি কথা। ফুরায় সে তো অনেক কিছুই,                                      রান্নাকালের সময়ে, সেখান থেকেই শিক্ষা নিও,                         সুস্বাদু করো, তার বিনিময়ে।                                                                       

B-38# বাস্তব_কল্পনা_REALITY

Image
                                  বাস্তব কল্পনা  সোহম আজ দুপুরে বাড়ি গিয়ে লাঞ্চ করে যেই না ঘুমিয়েছি,  এমন একটা অদ্ভুত দুঃসপ্ন দেখলাম জানো?  একবারে টানা  দেড়ঘন্টার, যদিও ঘুমটা হয়েছিল প্রায়  দুঘন্টার। অ্যালার্ম দেওয়ার ছিল ঠিক সাড়েচারটায় তাই ধড়পড়িয়ে উঠে পড়েছি।    জানো অটো তে আসতে আসতে  সেই গল্পটা অবাক হয়ে ভাবছিলাম !! কি দেখলাম।  সেই ভোর চারটেতে উঠেছি,রান্নাবান্না সকাল সকাল সেড়ে,  তাই আর পারছিলাম ও না,  ভাবলাম একটু গা মোড়া দি, ওমা কখন গভীর ঘুমে চলে গেছি মনেও নেই। কি হোলো,  আমি কার সাথে কথা বলে চলেছি, বাথরুম থেকে বেরিয়ে এসো? চা পকোড়া তো ঠান্ডা জল হয়ে গেলো।  নাকি আবার বসের খিঁচুনি খেয়েছো,  তাই পকোড়া আর খাবে না।                                                        মুন, তোমার তো আবার  সেই বিদঘুটে গল্প তাই না?  বলো দেখি শুনি, আচ্ছা সারাটাক্ষন আজব জিনিস কিভাবে তোমার মাথায় ঘোরে? সরি, বলো দেখি কি আরব্য রজনী রহস্য,  নাকি শার্লক হোমস?  ডিটেক্টিভ হলে শুনতে রাজি।                                     ধূর সোহম  মুডটাই নষ্ট করে দিলে থাক আর শুনে লাভ নেই। তোমার তো সারাদিনের পরে ঐ এ

B-37 #ঢিঙ্কা_চিকা

Image
                       ঢিঙ্কা চিকা বারো মাস আমি , বারো রকম ভাবে,                               তোমায় ভালোবাসবো, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকাই,               আমরা নাচবো, দেশকে নাচাবো। Abcd আর পড়বো না আজ,                    ভাবছি ওসব যত বাজে কাজ, বুলি আউড়ে, স্লোগান উড়িয়ে,                       করবো শুধুই দেশ বাজিমাত। মন্ত্রী গুলো যন্ত্রী হয়েছে,                       তা দেখেই সব উচ্ছন্নে গেছে, ওরা যেটাই ঠিক ভাবে আজ,                             কুলুপ এঁটে নেই প্রতিবাদ। সেলিব্রিটি হলে এটাই মজা,                        ওঠার সিঁড়িটা বড্ডো সোজা। নন্টে ফন্টের ভারী দুঃখ আজ,                               নাচিনি কেন,  কপালে আজও  ভারী দুশ্চিন্তার ভাঁজ।

B-36 #স্মৃতি

Image
                 স্মৃতি বলতে চেয়েছিলো সে যে অনেক কথা, বধির মুখ ও যে আটকেছিলো, সে  ভীষণ ব্যাথা। শেষ বার দিদি বলেছিলো ভাই, ভারী সুন্দর আজ লাগছে,তোকে পেয়ে তাই। ছোটবেলার তোর মাথায় কালো টিপ, গরুর গুঁতা খেয়ে ভয়ে সে যে আমিও দিকবিদিক। তিন বোনের পর এক যে ভাই আছে , বহু সাধনায় মাও পেয়েছিলেন,যে তাকে পাছে। আজ সুপ্রভাতটা ফাঁকি যে গেলো দিদি,  ডাক দিয়ে গেলো কোন সকালে একি, বসে শুধু আজ তাঁরই  স্মৃতিতে,  হারিয়ে যাওয়া সেই তিথি গুলোতে।  09.06.2020

B-35#দর্শন_PHILOSOPHY

Image
                                                             দর্শন সবে যখন প্রাণে আমার মন জেগেছে,  পৃথিবীটা একটু কেমন বদলে গেছে। লোকঠকানোর মানুষ গুলো, করছে শুধুই মিথ্যের জয়।  জীবন নিয়ে কত সংশয়, কত যে স্বপ্ন কত হয় ভয়।  কি যে সুন্দর এই পৃথিবী, কত রূপ  আর কত যে গন্ধ,  সেখান থেকেই বেছে নিতে হয় কোনটা ভালো কোনটা মন্দ।  গড়ার থেকে ভাঙার পৃথিবী এটাই যে আজ বেশি,  গড়ার মধ্যে যে সৃজন আছে, স্থিতিশীলতা তাতেই খুশি ।