Posts

Showing posts with the label REALITY

B-116#শিশুকালে মনে,মধ্যবয়সে স্বপনে!

Image
শিশুকালে মনে,মধ্যবয়সে স্বপনে! এই তো গেলো সেই শিশুকাল, ছবির স্মৃতিতে ফিরে পেলো প্রাণ, উদ্দাম ছিল সে আনন্দের মাঝে, কিছুই ভাবিনি শিশুমনে,যখন যেটা সাজে। শিশুকাল যেন পরিবেশে বাঁধা, কল্পনার তুলিতে,মনের ক্যানভাসে, কত ছবি ছিল আঁকা, মনের গভীরে কিছু তো চাওয়া ছিল, মেয়েবেলাতে মায়ের শাড়িতে তাও বুঝি সেদিন এঁকে দিয়েছিলো। বহুরূপী সাজে, মন শুধু লাজে, সে স্বপ্ন ছিল, কত কল্পনার মাঝে, হায় রে শিশুকাল,ফিরবি না ইহকাল, কলুষিত মনে,আর পাবেনা এ বসন্তকাল। জীবন একদিন একটু বড় হোলো, কে যেন এসে কিছু বলে গেলো, এভাবে কি জীবন চলে,বড়তো হয়েছো?দেখবে এবারে জীবনটা কেমন , শুধুই যেন বিশ বাউ ঝোলে ঝালে। ঝাল খেয়ে বুঝি, এটা আরো বাস্তব, হতে হবে কিছু ঘটাবো অবাস্তব, পাড়ি দিলাম সেই আকাশ ধরতে, বায়ুসেনাকে ধরি মনের অজান্তে। কেষ্টা হয়ে ভ্রমি দেশে বিদেশে, কত কোম্পানি ধরি ছাড়িও নিমেষে, অবশেষে মন ব্যবসায় এসে বসে সংসার পাতি, সন্তানও হোলো শেষে। এবারে বুঝি সাঙ্গ হোলো বেলা, একে একে করে হারাচ্ছে যত চেনা ভেলা , মন যেন আজ আরো কিছু বলে, শেষ ইচ্ছেটা ঈশ্বর যায় না যেন রস

B-112 #চিন্তায় স্বপনে

Image
চিন্তায় স্বপনে নিশিরাতে ঘুম ভেঙে,কত কথা দেয় উঁকি, মা বলতেন ঘুমোসনি কেন খোকা,ভোর হতে এখন ও যে ঢের বাকি। দেখবি যা হয়তো স্বপন দেখেছিস, সারাদিন যত বকবকে মাতিস, যত  সব তোর অসম্পূর্ন কাজ, তাই নিয়েই তুই ঘুমেতে ভাবিস। আজও ঘুম ভাঙে,- মনে কোলাহল,অসম্পূর্ণ কত কাজ -চিত্ত বিহ্বল, মুখটি ঘুরায়ে যেই তাঁকে খুঁজি, বলে নিশ্চুপে এসে, কেন এ অহেতুক চিন্তার ঝাঁপি? স্বপনে - খোকা তুই সেটাই দেখিস, দিবাকালেও স্বপনে যেটা খুঁজিস, ইচ্ছেটাই হোলো আসল সত্য, ভাঙুক সে ঘুম স্বপ্নটা বাচুঁক।

B-39#_বিষাদ_অবসাদ

Image
                           বিষাদ অবসাদ  হাসতে দেখে কখনো ভেবো না,          মনের কোণেও যে চাপা দুঃখ আছে,  দুঃখের জল চোখের পলকে,              ভাবছো কি সে এখনো দুঃখী আছে?  বিষাদ অবসাদ প্রায় কাছাকাছি                       দুটোই যে শুধু জ্বলতে শেখায়,                             জীবন সম্বন্ধে সম্যক জ্ঞানে ,                   বিষাদ অবসাদ যদি স্থান পায়, প্রতিনিয়ত না বলা সে কথা,                       কান্না হাসিতে যেন মিশে যায়। কি পাওনি ওটা ভাবা বৃথা,           যা পেলে আজও ওটাই যে খাঁটি কথা। ফুরায় সে তো অনেক কিছুই,                                      রান্নাকালের সময়ে, সেখান থেকেই শিক্ষা নিও,                         সুস্বাদু করো, তার বিনিময়ে।                                                                       

B-38# বাস্তব_কল্পনা_REALITY

Image
                                  বাস্তব কল্পনা  সোহম আজ দুপুরে বাড়ি গিয়ে লাঞ্চ করে যেই না ঘুমিয়েছি,  এমন একটা অদ্ভুত দুঃসপ্ন দেখলাম জানো?  একবারে টানা  দেড়ঘন্টার, যদিও ঘুমটা হয়েছিল প্রায়  দুঘন্টার। অ্যালার্ম দেওয়ার ছিল ঠিক সাড়েচারটায় তাই ধড়পড়িয়ে উঠে পড়েছি।    জানো অটো তে আসতে আসতে  সেই গল্পটা অবাক হয়ে ভাবছিলাম !! কি দেখলাম।  সেই ভোর চারটেতে উঠেছি,রান্নাবান্না সকাল সকাল সেড়ে,  তাই আর পারছিলাম ও না,  ভাবলাম একটু গা মোড়া দি, ওমা কখন গভীর ঘুমে চলে গেছি মনেও নেই। কি হোলো,  আমি কার সাথে কথা বলে চলেছি, বাথরুম থেকে বেরিয়ে এসো? চা পকোড়া তো ঠান্ডা জল হয়ে গেলো।  নাকি আবার বসের খিঁচুনি খেয়েছো,  তাই পকোড়া আর খাবে না।                                                        মুন, তোমার তো আবার  সেই বিদঘুটে গল্প তাই না?  বলো দেখি শুনি, আচ্ছা সারাটাক্ষন আজব জিনিস কিভাবে তোমার মাথায় ঘোরে? সরি, বলো দেখি কি আরব্য রজনী রহস্য,  নাকি শার্লক হোমস?  ডিটেক্টিভ হলে শুনতে রাজি।                                     ধূর সোহম  মুডটাই নষ্ট করে দিলে থাক আর শুনে লাভ নেই। তোমার তো সারাদিনের পরে ঐ এ