Posts

Showing posts with the label home sickness

B-147#আমার বায়ুসেনার দিনগুলি (ষষ্ঠ ও শেষ গল্প)

Image
আমার বায়ুসেনার দিনগুলি (ষষ্ঠ   ও শেষ গল্প) একটা কথা বহু প্রচলিত আছে কেউ যদি মন থেকে কোন অভ্যাস ছাড়তে চান , যেমন ধরুন নেশা জাতীয় জিনিস মনে মনে ইচ্ছে প্রকাশ করে তাহলে তাকে একুশটা দিন সংযম করতে হয় । একথা কেন বলা হয় তা আমার অজানা , কিন্তু কিছুটা হলেও নিজে মানি । আসলে মনই সব , সেখানে  যাঁর যত আধিপত্য , তাঁর তত মনের উপর সংযম , তা থেকেই হয়তো  সংকল্প  দৃঢ় হয় । আমি তো একুশ দিনের বেশি এই বায়ুসেনাতে কাটিয়ে ফেলেছি তাও কেন থাকার ইচ্ছে নেই , হয়তো সে প্রশ্ন মনকে কখনো করিনি তাই হয়তো নেতিবাচক আবদ্ধে জড়িয়ে এখনো । যে সময় বাড়ি ছেড়েছিলাম দৃঢ় সংকল্প একটা ছিল জীবনে কিছু করতে হবে , আসার পরে বুঝেছিলাম বাস্তবটা আমার চিন্তাধারার থেকে কয়েকগুন বেশি , একেবারেই  বিপরীতমুখী, আমার নিজের জন্য  । থাক সে সব কথা সপ্তাহ শেষ , পরের সপ্তাহ শেষ , দেখতে দেখতে মাসের শেষ দিনে এসে পৌঁছুলাম । মনে একটা আনন্দ আজকের দিনটা পেরোলেই আগামীকাল মাইনে পাবো । যেটাই জীবনের প্রথম সেটাই কিন্তু আনন

B-142#আমার বায়ুসেনার দিনগুলি (প্রথম ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( প্রথম ভাগ )   1988 সাল 2 রা মে , সোমবার মেজদিদির বিয়ে, বাড়িতে আলোর রোশনাই , আত্মীয়স্বজনে ঠাসাঠাসি  , ভোর চারটেতে উঠে মেজদিদিকে দই চিড়ে খাওয়ানো আর মহিলাদের জল সাইতে যাওয়া এই ছিল  সেদিনের  সকালের বাড়ির ছবি । আমি আর মেজদিদি দুজনেই নতুন জীবন তৈরী করার প্রস্তুতি নিচ্ছি । মেজদিদির   নতুন সংসার , আর আমার নতুন জীবন তাও আবার দেশের প্রতি ব্রতী হওয়ার সংকল্প । এযেন দিনটাকে সাক্ষী রেখে আগামী জীবনের একটা প্রস্তুতি । মনে মনে ভাবলাম এমন দিন খুব কম লোকের জীবনেই আসে, বড়ই ভাগ্যবান আমি । সন্ধ্যে বেলায় বর ঢুকবে সেই সুদূর চক্রধরপুর থেকে আর আমার যাত্রার  মা হেন্দ্র যোগ শুরু হবে ঠিক একই সময়ে  - গন্তব্য মাদ্রাজ, রাতে ট্রেন হাওড়া মাদ্রাজ মেল । বাড়িতে মেয়ে বিদায়ের কান্নার সুর ঠিক বিয়ের পরদিন দিন হয় , কিন্ত একি! এতো    ছেলে বিদায়ের করুন  সানাই   বেজে উঠলো বিকেল থেকেই , আমি নিশ্চুপ , মন আমারও খারাপ এদিকে সম্মতি জানিয়েছি কর্তৃপক্ষের কাছে মানে বায়ুস