Posts

Showing posts with the label SBI BRANCH

B-156#খাপকাটা ক্ষীরপাই

Image
নামটা শুনে আপনারা প্রত্যেকে অবাক হচ্ছেন তাই তো? একটা সময় আমিও অবাক হয়েছিলাম। এটা বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত জায়গার নাম আর সেই নামেই একটা রাষ্ট্রয়ত্ত ব্যাংকের নাম তাও আবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা শাখা।2009 সাল বাঁকুড়া জেলাটা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছি ব্যবসার খাতিরে। বেশ বড় ধরণের একটা অর্ডার পেয়েছি জোনাল ম্যানেজার মারফৎ কিন্ত সে জায়গায় আমায় সরোজমিনে যেতে হবে একটা তদারকির কাজে। পশ্চিমবঙ্গে একটা প্রচলিত কথা আছে "মেরে খাপ খুলে দেবো" আদৌ কথাটার মধ্যে কোনো যথার্থতা আছে কিনা আমার জানা নেই। লোকে কেনই বা বলে কে কার খাপ খোলে, খাপের অর্থ কি সেটাও অজানা। আমার এই খাপকাটা ক্ষীরপায়ের কিন্তু মানে খুঁজে পেয়েছিলাম, নিজের কতটা খাপ খুললে ক্ষীর পাওয়া যায় সেটাই বাস্তবিক কাহিনী আজকের গল্পের। আমাকে আগের থেকেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলে দিয়েছিলেন বাঁকুড়া মোড়ে যদি সকাল সাতটার মধ্যে পৌঁছনো যায় সেখান থেকেই একটাই বাস ছাড়ে সারাদিনে, আবার সেটা বিকেল পাঁচটায় খাপকাটা ক্ষীরপাই থেকে ফেরৎ আসে , ওটা ধরতে পারলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। আমি যথারীতি বাড়ির থেকে রওনা দি রাত প্রায় আড়াইটে নাগাদ