B-140#মন

মন তুই কোথায় রে , কত বড় হয় ছিস বল , ছোটো কালে তুই অমন তো ছিলিস না , কত ঘুরে ঘুরে বলতিস, ইচ্ছের সাথে চল । এখন কেন পারিস না রে মন , আগের মত ভাবতে , সংসারের চাপে আছিস , দেরাজ মনকে পারিসনি, আজও কেন বোঝাতে! মন তোর মনে পড়ে? খেলনা বাটি খেলতিস , পেয়ারা পাতায় শাক বানিয়ে, গিন্নিপনায় মিছিমিছি রান্না করতিস । ছোড়দি , বড়দি সবাইকে নিয়ে, ডাংগুলি আর ...