Posts

Showing posts from January, 2021

B-144# আমার বায়ুসেনার দিনগুলি (তৃতীয় ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( তৃতীয় ভাগ ) “ মনে ভাবিলাম মোরে ভগবান রাখিল না মোহ গর্তে , তাই লিখি দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে ” । আমার তিন কাঠার উপর বাস , বিধাতা যেন আমায়  বিশ্বরূপ    দর্শন করাচ্ছেন , ও করাবেন আগামী দিন গুলো । এয়ারফোর্স এ   এসে একটার পর   একটা জিনিস শিখলাম প্রথমেই এখানে   কেবলি হস্তান্তর   হয় আমাদের নিয়ে । আমাদের প্রায় আড়াইশো ছেলেদের দেখার ভার এসে পড়লো কর্পোরাল বেবির হাতে । এখানে কাউকে ডাকতে হলে প্রথমে তাঁর পদের নাম তারপর তাঁর নিজস্ব নাম বলে ডাকতে হয় । কর্পোরাল বেবি এক মধ্যবয়সী যুবক , টাক মাথা , বেশ হৃষ্টপুষ্ট চেহারা , বেশিরভাগ সময়টা হাফ প্যান্ট পরিহিত , কম কথা বলেন , দক্ষিনী মানুষ । আমাদের যে জায়গায় প্রথমেই ঠাঁই হোলো সাময়িক   সেটা এক লম্বা বারান্দা কমপক্ষে 200 ফিট তো হবেই, সেখানেই   বসে আছি । বেলা বেশ হয়েছে আনুমানিক এগারোটা তো হবেই । আমি যে জায়গায় আছি তার সামনে একটা সুসজ্জিত বাগান আনুমানিক বাগানটা চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট   হবে । বাগানের

B-143#আমার বায়ুসেনার দিনগুলি (দ্বিতীয় ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( দ্বিতীয় ভাগ ) ভাবতে ভাবতে একটা সময় মন ক্লান্ত হয়ে দুচোখ বুজে এলো, জানালার পাশে শরীরটা এলিয়ে গেলো, ঘুমিয়ে পড়লাম । ঘুম ভাঙলো প্রচন্ড ঘটর ঘটর শব্দে , চোখ খুলে দেখি একটা প্রকান্ড সেতুর উপর ট্রেন চলেছে ধীরে ধীরে হয়তো সেটা কৃষ্ণা  বা   কাবেরী হবে এই মুহূর্তে সেটা মনে পড়ছে না । ভূগোলে বরাবরই কাঁচা ছিলাম আজও আছি কিন্তু নতুন জায়গার সম্বন্ধে আজকাল উৎসাহ টা অনেকটাই বেশি সেটা হয়তো বা বয়সের আর অভিজ্ঞতার সাথে সাথে বেড়েছে । নদী পার হতেই পাহাড়, একের পর এক এতই কাছে মনে হয় দৌড়ে গিয়ে আবার করে এসে ট্রেনে বসি । সেও বাংলায় পড়া সঞ্জীব চট্টোপাধ্যায়ের “ পালামোর পথে ” মনে পড়লো “ পাহাড় যতই কাছে মনে হোক যাইতে গেলে সেটি দশ বারো ক্রোশ তো হইবেই ” । মনের ভ্রম ভাঙলো সেও যে ছোটো বেলার শিক্ষার থেকে পাওয়ার অভিজ্ঞতা । একটা ছোটো স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো সিগন্যাল নেই হয়তো বা স্টপেজ আছে এখানে । দেখি একদল মধ্যবয়সী মহিলা তড়িঘড়ি উঠে পড়লো , প