B-43# জীবন যুদ্ধ

                            জীবন যুদ্ধ
যেটাই তোমায় ভাবতে শেখায় , সেটাই আজ লিখে ফেলো ভাই, 
জীবন যদি ভাবতে শেখায়, লেখায় সেটা পূর্ণতা পায়।

সংকল্প এক গভীরের চাওয়া,  আত্মস্থ কোরো সেটা বিশ্বাসের জোরে  পাওয়া, 
তপাও নিজেকে আরো বেশি করে, যেমন  স্যাঁকরা যে রূপ গড়ে।
উপহাসিত হলে করো সে যতন , সাফল্যেও তুমি ভেবো তাঁকেও রতন, 
উচ্ছাসে তা কোরো না প্রকাশ, যা লিখেছিলে এটাই তার পূর্ণতার পরিপূর্ণ বিকাশ।
ভাবো শুধু ভাবো, আরো কিছু ভাবো, এখানেই নয় সে ভাবনার শেষ, 
তোমার ভাবনায় আরো কিছু পাবে, মিলাবে তোমাকে না পাওয়ার সে রেশ।
কেন এ জীবন, কিছু তো আছে, এলাম গেলাম অনুতাপ রেখো না সে পাছে, 
পূর্ণ কোরো সে অপূর্ণ গুলো,  এখনো ছেড়ো না আশা, হয় না যেন মিছে। 




 



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)