Posts

Showing posts with the label TEACHER

B-136#গ্রন্থের সাথে গ্রন্থির মেল

Image
গ্রন্থের সাথে গ্রন্থির মেল   গ্রন্থের সাথে গ্রন্থির মেল, মেলাতে যিনি পারেন,             পুঁ থিতে দিজ্ঞজ তিনি থাকেন শিখরে । জ্ঞানের ভান্ডার তাই বিকশিত মন ,            প্রতিক্ষনে পাই তাঁকে নির্লিপ্ত একজন । একান্তে চুপিসারে কিছু তো ভাবায় ,             মিতভাষী বলে মন কাছে যেতে চায়  । সরলতা আছে মনে , দৃষ্টি প্রখর ,                পেশায়  শিক্ষক তিনি অপূর্ব রতন । নিষ্কাম মন তাঁর , নেই প্রতিপত্তি ,   জ্ঞানের শিখায় তাঁর   আছে পরিকল্পিত যুক্তি । চেষ্টার বিরাম নেই , পেলে মনের ছাত্র , জীবন থেকে শেখা সঞ্চয় , উজাড় করেন পাত্র ।   অভাব সে তো সংসারেতে , মনের কাছে নয়,   এমন শিক্ষক আজও আছেন ,                              তাই মননেও   সংশয় ।                

B-65# নেড়া মাস্টার

Image
                             নেড়া মাস্টার ছোটবেলার সেই  ইংরাজি শেখা,                         would কে বলেছি আউল্ড, ছড়ি হাতে বেশ রেগে নেড়া মাস্টার,              মেরে বলে বল, could কে কাউল্ড। রাগ হত বেশ, শিখতাম শুধুই,             কিছুই জানে না এ  নেড়া মাস্টার, দেখতে নেড়া, চোখে সে টেরা,               কি দেখছেন, এটা স্যারের ই ভুল। মাস শেষে স্যার অনেক পড়ান,                                     রাগ হত তা বেশ, কি করে বুঝি,দুদিকে তাকান,                     ভাড়ার ঘরে টানের সে রেশ। ইংরেজিতে ফেল করেছি,                           ভূগোলে পেয়েছি গোল, তিনবার সেই একই ক্লাসেতে,                   কেবলই খুলেছি স্যারের পোল।                        

#B-5:-- মাস্টারমশাই

Image
সুধী পাঠকমন্ডলী আজ এমন এক মানুষের জীবন কাহিনী আপনাদের অবগত করাতে চাই যিনি তাঁর সারাটা জীবন যেন উৎসর্গ করেদিলেন  ছাত্রদের সেবায়  শিক্ষকতার মাধ্যমে,  বিন্দুমাত্র নিজের কথা না ভেবে বিলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে ।  তাঁর সমস্ত বিষয়ে পারদর্শী  হয়ে ওঠার এক অনবদ্য বাস্তব জীবন কাহিনী  ।  একটা অনুরোধ রইলো প্রত্যেকের কাছে একটু শেয়ার করার জন্য,  নিজের এই লেখার জন্য কখনোই নয়, বিশ্বাস করুন এতটুকু মিথ্যা আশ্বাস দিচ্ছি না , তাঁকে দূরদূরান্তে লোকে জানুক, বুঝুক আজও এমন নিঃস্বার্থ মানুষ বেঁচে  আছেন সেটা সকলের কাছে পৌঁছনোর জন্য ।  প্রতিনিয়ত পর্দার আড়ালে সমানে কাজ করে চলেছেন এক জীবন মুখী প্রতিভা  ।  আশাকরি পুরোটা পড়লেই বুঝতে পারবেন তাঁকে নিয়ে কেন এই লেখা।  আবারো অনুরোধ রইলো লাইক নয় শেয়ার করার জন্য,  আজকের  উদীয়মান ছাত্র ছাত্রীদের কাছে এই অপূর্ব স্যার ।                   মাস্টার মশাই জীবনে প্রায় সাতষট্টি ছুঁই ছুঁই  এক মানুষের সাথে পরিচয় হয়েছিল যেমন তার পান্ডিত্য, তেমনই তার অপরিসীম  জ্ঞান , সেটা সাহিত্যে, কলাতে, বা বিজ্ঞানে, দর্শনে, এমনকি আধ্যাত্বিকতা সমস্ত বিষয়ে পারদর্শী এক ব্যক্তিত্ব  । আস