Posts

Showing posts with the label GRAPES

B-109#কিসমিস বুড়ি, পাকা বুড়ো খেজুর

Image
কিসমিস বুড়ি, পাকা বুড়ো খেজুর যৌবনে ছিলাম রসালো আঙ্গুর ,              তুমিও ছিলে সে কচি খেজুর,  আমার রস খেলেই বলতে,              আহাঃ কি মিষ্টি কি যে মধুর।  কচি খেজুরের কি যে সে কষ,             বিচি বেরোলো তাও নেই রস,  তোমার রসের তাড়ি খেয়েই,          হয়েছে মানুষ নেশায় আজ বশ। তুমি ছিলে সেই কোন নাসিকে,       আমি ও যে ছিলাম মেরু পেশোয়ার,  মাতাল করেছি সেই রসে আজও,        রসের জুড়িতে সে নেশা মেলা ভার।  ফেসবুকেতে আলাপ হোলো,                              টুইটারেতে প্রেম,  ইনস্টাগ্রামে দেখে বলি, ওমা !       তোমার ও তো এখন দারুন যে ফেম।  ছিলে সে দুশো, এখন বারোশো,                 কিসমিস হয়ে সবেতে যে মেশো, পেশোয়ার খেজুর সেও কিসে...