Posts

Showing posts with the label TRIBUTE

B-53#তর্পনও মহালয়া

Image
                তর্পন ও মহালয়া এবছর অর্থাৎ 2020 সাল, পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, শেষ হবে ১৭ই সেপ্টেম্বর। পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনায় তাই সেদিন মহালয়া। প্রতি বছর একটা বিশেষ সময়কে হিন্দু শাস্ত্রে পিতৃ পক্ষ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। রীতি অনুযায়ী প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশেই তর্পন করা হয়ে থাকে। রামায়ণ অনুসারে রামচন্দ্র লঙ্কা জয়ের আগে ঐদিনেই তর্পন করেছিলেন। তর্পনঃ “তর্পন” শব্দটি এসেছে “ত্রুপ” থেকে। “ত্রুপ” কথার মানে “সন্তুষ্ট করা”। ঈশ্বর, ঋষি ও পুর্বপুরুষের আত্মার উদ্দেশে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পন বলা হয়। আসুন জেনে নেওয়া যাক তর্পনের কিছু নিয়ম হিন্ধু শাস্ত্র মতে:- • তর্পন কি ও কেন করতে হয়  • তর্পনের মন্ত্র  • তর্পনের প্রয়োজনীয়তা গঙ্গা বা যে কোনো নদীতে স্নান করে সেখানেই তর্পন করার বিধি। স্নানের পর পূর্বমুখী হয়ে নাভিমাত্র জলে যিনি ব্রাহ্মণ তাঁদের ক্ষেত্রে পৈতে বাম কাঁধে রেখে তিলক ধারণ করে, আচমন করার পর শ্রীশ্রী বিষ্ণুকে স্মরণ ও করজোড়ে বলা – ওঁ তদ্ বিষ্ণোঃ পরমং পদং, সদা পশ্যন্তি সূরয়ঃ। দিবীব চক্ষুরা ততম্।। ওঁ বিষ্ণু