B-17 DREAM (স্বপ্ন). ( শুভ সুমেধার চতুর্থ ভাগ)

... স্বপ্ন.... সুমি, সুমি কোথায় গেলে? আচ্ছা আরেক কাপ চা দেবে? মলি তুই যেন কি বলছিলিস সেদিন? আবার বললি পরে বলবো? না ঠিকই বলছো সুমি, তুমি না করেছিলে তাও তো আমি ঘুড়ি ওড়াতে গেলাম, আবার সেটাও তুমি বুঝিয়ে দিলে কত সুন্দর করে বিকেলে। কি গো আমি কার সাথে কথা বলে চলেছি? শুভ, আমি ছাদে, পারলে তুমিও এসো। কাপড় গুলো মেলতে এসেছি, আর শোনো শোনো ছাদ থেকে একটা জিনিস দেখায় তোমায়, আকাশে মেঘগুলো কেমন পেঁজা তুলোর মত এক জায়গায় জমে আছে, আর তোমার স্বপ্নের ঘুড়িগুলো, ওই তুলোর সাথে মাঝে মাঝে মিশে যাচ্ছে। ইসস, শুভ দেখো কি খারাপ লাগছে তোমার দোবাজ ঘুড়িটা দূরে কেটে গিয়ে, মাঠে কাশ ফুলের উপরে প...