#B-5:-- মাস্টারমশাই

সুধী পাঠকমন্ডলী আজ এমন এক মানুষের জীবন কাহিনী আপনাদের অবগত করাতে চাই যিনি তাঁর সারাটা জীবন যেন উৎসর্গ করেদিলেন ছাত্রদের সেবায় শিক্ষকতার মাধ্যমে, বিন্দুমাত্র নিজের কথা না ভেবে বিলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে । তাঁর সমস্ত বিষয়ে পারদর্শী হয়ে ওঠার এক অনবদ্য বাস্তব জীবন কাহিনী । একটা অনুরোধ রইলো প্রত্যেকের কাছে একটু শেয়ার করার জন্য, নিজের এই লেখার জন্য কখনোই নয়, বিশ্বাস করুন এতটুকু মিথ্যা আশ্বাস দিচ্ছি না , তাঁকে দূরদূরান্তে লোকে জানুক, বুঝুক আজও এমন নিঃস্বার্থ মানুষ বেঁচে আছেন সেটা সকলের কাছে পৌঁছনোর জন্য । প্রতিনিয়ত পর্দার আড়ালে সমানে কাজ করে চলেছেন এক জীবন মুখী প্রতিভা । আশাকরি পুরোটা পড়লেই বুঝতে পারবেন তাঁকে নিয়ে কেন এই লেখা। আবারো অনুরোধ রইলো লাইক নয় শেয়ার করার জন্য, আজকের উদীয়মান ছাত্র ছাত্রীদের কাছে এই অপূর্ব স্যার । মাস্টার মশাই জীবনে প্রায় সাতষট্টি ছুঁই ছুঁই এক মানুষের সাথে পরিচয় হয়েছিল যেমন তার পান্ডিত্য, ...