Posts

Showing posts with the label KNOWLEDGE

B-136#গ্রন্থের সাথে গ্রন্থির মেল

Image
গ্রন্থের সাথে গ্রন্থির মেল   গ্রন্থের সাথে গ্রন্থির মেল, মেলাতে যিনি পারেন,             পুঁ থিতে দিজ্ঞজ তিনি থাকেন শিখরে । জ্ঞানের ভান্ডার তাই বিকশিত মন ,            প্রতিক্ষনে পাই তাঁকে নির্লিপ্ত একজন । একান্তে চুপিসারে কিছু তো ভাবায় ,             মিতভাষী বলে মন কাছে যেতে চায়  । সরলতা আছে মনে , দৃষ্টি প্রখর ,                পেশায়  শিক্ষক তিনি অপূর্ব রতন । নিষ্কাম মন তাঁর , নেই প্রতিপত্তি ,   জ্ঞানের শিখায় তাঁর   আছে পরিকল্পিত যুক্তি । চেষ্টার বিরাম নেই , পেলে মনের ছাত্র , জীবন থেকে শেখা সঞ্চয় , উজাড় করেন পাত্র ।   অভাব সে তো সংসারেতে , মনের কাছে নয়,   এমন শিক্ষক আজও আছেন ,                              তাই মননেও   সংশয় ।                

B-52#পরিস্থিতি

Image
                     পরিস্থিতি পরিস্হিতির হয়তো স্বীকার আমি,                      তাই সমঝোতা করছি, সারাদিন কত স্বপ্ন,      আজও তারই যে জাল বুনে চলেছি । অনেক স্বপ অনেক আশা,                     আজও  মনে হয়  পারবো, বেলাশেষে কোথাও একটা ,      নিজের ভুলেরই দোষারোপ করবো। কত যে সময় হেলায় গেছে,             বুঝি আজও  সে আসবে না কাছে, শিক্ষা থেকেই শিক্ষা নিয়েছি,                শুন্য কলসে তাই ভরতে বসেছি। আবার করে ভাবতে বসে,                  দেখি পারি কিনা ভরতে দিবসে, শেখায় শুনেছি বয়স হয়না,                             তাই শিখছি মধ্য বয়সে। পড়বো,লিখবো,শিখবো চল,                            আশায় বাঁচে চাষার দল, জ্ঞানের আশায় পূর্ণতা পেলে,                      জানি নিশ্চয় ফলবে ফসল।