Posts

Showing posts with the label DRAMA

B-93#বাবু এক খিলি পান দিমু?

Image
বাবু এক   খিলি পান দিমু? সালটা 1988,রহড়া মিশন কলেজে পড়ি। আমাদের মিশনে একটা রীতি রেওয়াজ ছিল বছরের শেষে ইন্টার কলেজ নাটক প্রতিযোগিতা। আমি থাকতাম নেপথ্যে, বড়জোর দুই একটা কবিতা পাঠ। বাকি বন্ধুরা অংশগ্রহণ করতো। নাটকটির নাম বিশেষ একটা মনে নেই, কিন্তু যতদূর মনে আছে সেই নাটকের একটা জমিদারি প্রথার দৃশ্য আছে, আর সেখানেই আমার একটা ভূমিকা আছে, সেই জমিদারের প্রতি, সে প্রসঙ্গে পরে বলছি। বিচারক হিসেবে থাকতেন কলেজেরই প্রিন্সিপাল দিব্যানন্দ মহারাজ। প্রসঙ্গত বলি এই দিব্যানন্দ মহারাজ বেলুড় মঠের সাথে যুক্ত, প্রতিবছর কালি পূজোতে সেখানে বিশেষ ভূমিকা পালন করতেন চণ্ডী পাঠ ও কালীপূজোতে। এদিকে উনি কিন্তু আগাগোড়াই ফিজিক্স এর লোক। তাই আরও দুজন বিচারক সেই সুবাদে বেলুড় মঠ থেকে এসেছিলেন উনারাও মহারাজ।  বিতান আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সে করছে জমিদারের পাঠ। বিতানের একটা জায়গায় একটু পান চিবোতে চিবোতে একটা লম্বা সংলাপ আছে।তারই মাঝে রাজর্ষির যে নাকি ভৃত্য সে একটা কাঁসার থালায় পান সাজিয়ে মনিবের কাছে নিয়ে যাবে।যদিও মিশনে কোনোরকম নেশা জাতীয় দ্রব্য নাটকে দেখানো যাবে না এটা দিব্যানন্দ মহারাজের ঘোড় আপত্তি ছিল, অনেক অন