Posts

Showing posts with the label CHILD LABOUR

B-64# মাধু- প্রথম ভাগ. ( শুভ সুমেধার ত্রয়োদশ অধ্যায়)

Image
মাধু সুমি এই সুমি, কিরে আজ আটটা বাজে এখনো ঘুমোচ্ছিস। ভোর বেলায় হাঁটতে বেড়িয়ে যাওয়ার সময় দেখি উঠিসনি। তখনই ভেবেছি কাল অনেক রাত্রি করে ঘুমিয়েছিস নিশ্চয়। মলি ফোন করেছিলো না রে? তাই এতো দেরি করে উঠছিস। নে নে দরজা খোল “ পান্থপথিক “ থেকে গরম গরম জিলিপি আর হিঙের কচুরি এনেছি, একসাথে খাবো বলে।               ওহো নকাকিমা, আর বোলোনা কাল মলির সাথে কথা বলতে বলতে প্রায় রাত দুটো, তারপর একটা লেখালিখি চলছিল, সেটা সবে অর্ধেকটা হয়েছে,শুতে শুতে প্রায় রাত সাড়ে তিনটে। উফফ কি হাই উঠছে, ভালোই করেছো আজ আর টিফিন বানাতে ইচ্ছেই করছে না। দেখি মুখটা ধুয়ে চা বসাই।     আরে বাবা আজ অনেক জরুরি কথা বলার জন্যই এসেছি, তাইতো এগুলো নিয়ে এলাম, রান্নাতে ব্যস্ত থাকলে আর কথা বলা হবে না। তুই মুখ ধুতে ধুতে শোন্ যা বলছি। বলছি একদিন আমি SOTC র হেড অফিসে ঘোরাঘুরি করছিলাম US যাওয়ার জন্য। ভিসা ওসব নিজের থেকে বানানো বড়ই মুশকিল, কোথায় দৌড়োবো, কে করে দেবে, তাই বলছিলাম তোদের পাসপোর্ট গুলো আমায় দে, আর হ্যাঁ ভালো কথা মলির তো  সামনে ছুটি আছে বলছিলিস, তাই ওর ছুটি দেখেই যাবো।         ন কাকিমা কালই মলি বলছিলো আগামী মাসের