Posts

Showing posts with the label gloomy

B-97#প্রকারান্তে হাসতে ভুলে গেছি

Image
প্রকারান্তে  হাসতে ভুলে গেছি দরিদ্রের আবরণ নেই, তোষণের মাত্রা নেই, অভাবীর অভাবের অন্ত নেই, জ্ঞানীর মূল্যায়ন নেই, শিক্ষকের লাঞ্ছনার শেষ নেই, শ্রমিকের শ্রমের মূল্য নেই, বোধ গুলো নির্বোধ বলেই,বধির  হয়েছি, প্রকারান্তে  তাই হাসতেই  ভুলে গেছি। লক্ষ্যস্থির ব্যক্তির সামান্যতম উৎসাহের ভাঁটা পড়েছে,  অন্যায়ের প্রশ্রয়ে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠছে, কেউ অর্থে বিক্রি হচ্ছে, আবার কেউ বা পকেট ভরছে, সর্বোচ্চ শিখরে শুধুই আসন গুলো সংরক্ষণের মুনাফা লুটছে, সংবিধানে ধারা আছে কিন্তু নাড়া নেই,সুবিচারের জায়গাটা ভোঁতা হয়েছে, বিধান আছে কিন্তু বলার সাহসও নেই, সেটুকুও পাষণ্ড গুলো কেঁড়ে নিয়েছে, চুপ করে হজম, আর একান্তে উগলে তাই, বাকরুদ্ধ কাপুরুষ হয়েছি ভাই, প্রকারান্তে তাই হাসতেই ভুলে গেছি। খুনিকে তোয়াজ করতে, গুন্ডাকে সেলাম ঝুঁকাতে, ধর্ষিতাকে দোষারোপ করতে, মাদকাসক্ত কে মাথায় করে নাচতে, প্রশাসন কে অন্যায়ের কুর্নিশ করতে করতে, প্রতিনিয়ত ক্লান্ত হয়েছি, প্রকারান্তে তাই হাসতে ভুলে গেছি। https://sadamata101.blogspot.com/2020/11/b-109.html

#B-7:- ডাক

Image
                   ******ডাক ****** জীবনের সব চাওয়া পাওয়া গুলো,          আজও যে কেবলই অপূরণ রয়ে গেলো,  থাকলো,  সে তো অধরা কথা গুলো,             না বলার আগেই শুন্যে বিকল।  কত যে ঝগড়া, কত যে প্রেম,                আজও মনে হয়, এই তো সেদিন,   আজ শুধু ভাবি, স্মৃতিগুলো নিয়ে,                  এতো তাড়াতাড়ি কেন এ দুর্দিন।  সকলের ছোটো, ছোটো হয়ে থাকি,     মনে পড়ে আজও  সেগুলোই যে ছিল বেশ, বড় হতে আর পারলাম কই,             তাই শুধু টানি  জীবনের রেশ। তোলা তোলা করে বড় যে হয়েছি,                              যারা তোলা রেখেছিল?  কেবলই আজ হারাতে  বসেছি।    আর কি পাবো সেই তোলা দিন,                     স্মৃতি শুধু বেদনার যে আজ,       বাকি  সবই হয়েছে  যে ক্ষীণ । বাঁধনের বাঁধ ভেঙে যায় কখন , ছিন্ন হয় সে  যখন তখন ,        সম্পর্কের বাঁধ গুলো তাই,  স্মৃতিতেই  রই                       সারাটা জীবন।  ***************************************

# B6 :- সম্পর্ক

Image
সম্পর্ক  যে পরজন্ম আমি দেখি নাই তাহাকে বিশ্বাস করি কি করিয়া , যে জন্ম আমি দেখিতেছি, তাহাতে পলক মুদিয়া আমি আজও বলি – হে সম্পর্ক এজন্মে তুমি এখনো  যে আমার। যে জন্মে আমারও তো কেউ ছিল, হাত মেলিয়া তারে যে নামেই ধরি,   চিনিতে শিখেছি নাম দিয়া তার , চলিয়া গেলে যে কেবলই হারাইয়া মরি।  যাহাদের ধরিয়া বাঁচিতে শিখেছি, যাহারা করিল বড়,  কালের অমোঘ নিয়মে যে, সে বাঁধনও ছাড়িয়া বিদায় নিলো,    হে সম্পর্ক  এজন্মে তুমি এখনো যে আমার।  পরজন্মের রেশ বোঝা ভার, যে ছিল আমার সে বা তখন অন্য কারো আর,  কি দেখিয়া চিনিব উনারে, পরিচিত গলা বুঝিব কি করে ওপারে,  তাহার আত্মা দেখি নাই আগে, বুঝি কি করিয়া সেই কাঠামোই যে তখনও রবে  হে সম্পর্ক এজন্মে তুমি এখনো যে আমার।  শাস্ত্রে আছে যাহা সে যে রূপকথা, মৃত্যুর পরপারে আছে সে কি একই বারতা,  যে গিয়াছে সেই পারে, এজন্মে আসিয়া আবার কি কহিবে কথা,  সে ছিল মরণের পরপারে ।  শুনেছি যাহা দেখিতেছি, সকলই নাকি ভুল , যাহা অদেখা কেবলই নাকি সেটি হয় নির্ভুল,  জন্ম জন্মান্তর সে তো মনীষীরে সাজে, এজন্মে তাই তারে মিটাইতে আমারও  মন মাঙ্গে,  চাওয়া পাওয়া গুলো হোক যে সমাপন,