Posts

Showing posts with the label HISTORICAL PLACE

B-58#বৃন্দাবন

Image
                                                                               বৃন্দাবন  সালটা 2009,  স্ত্রী কন্যা কে নিয়ে গিয়েছিলাম দিল্লি,  সেখান থেকে তাজমহল, ফতেহপুর সিক্রি, জয়পুর, আর মথুরা বৃন্দাবন এই ছিল আমার বেড়ানোর ছোট্ট তালিকা প্রায়  যাওয়া আসা মিলে দশদিন। সমস্ত জায়গাগুলো  বেশ উপভোগ করেছিলাম একটা আনন্দের স্মৃতি নিয়ে, শেষ দিনটা ছিল মথুরা বৃন্দাবন, ফতেপুর সিক্রি, আর আগ্রা ফোর্ট।  যাক সকাল সকাল উঠে স্নান, ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়েছিলাম বহু চর্চিত ধর্মস্থান বাপ্ ঠাকুরদাদের থেকে শোনা কৃষ্ণের জন্মস্থান মথুরা, ও পরে তাঁর লীলাক্ষেত্র বৃন্দাবনের উদ্দেশ্যে, দিন শুরু হল ব্রজবাসী কৃষ্ণের নাম করে,  যথাসময়ে গাড়ি এসে দাঁড়ালো হোটেলের সামনে, সাতটার মধ্যে হোটেল ছেড়ে রওনা হলাম প্রথমে বৃন্দাবনের উদ্দেশ্যে, পৌঁছলাম দেবভূমি প্রায় দশটা নাগাদ  ।  মুহূর্তে মনটা বেশ পবিত্রও হয়ে গেলো, তাই মনে মনে সংকল্প করলাম ব্রজভূমির মাটিতে পা রাখবো একেবারে খালি পায়ে, ব্রজভূমির ধুলো পায়ে মাখবো বলে।  গাড়িতে জুতো মোজা ছেড়ে রীতিমতো হাতপা ধুয়ে শুরু হল দর্শন, ইতিমধ্যে এক ব্রজবাসীর সাথে পরিচয়, উনিই নিয়ে চললেন একটা