Posts

Showing posts with the label MISUNDERSTANDING

B-134# বোঝার ভুল

Image
বোঝার ভুল   সবেতেই যেন বোঝার ভুল ,            তলিয়ে   ভাবিনা , আমি যে নির্ভুল , সবখানেতেই যুক্তি আছে ,         প্রমান দিতে হবে,  ওখানেও যে   ভুল । মন কখনো অবাক করে ,                  কি করে যে   শুধুই বোঝাই তারে , যখনই কিছু বলতে গেছি ,             দোষ ধরো কেন , এ যে মিথ্যে একি । হার মেনেছি তাঁর অসাম্য যুক্তি ,               কিছু বললেই হোলো কত যে উক্তি , মন বলে তাই বলবো না আর ,      আবারও একি ভুল তুমিই তাহলে সত্যি ।          

B-121# পশ্চাতাপ

Image
  পশ্চাতাপ  জীবনের কোনো বেলাশেষে,             ভুলে যাবে তুমি কোনো সে দিবসে, মনে রাখবে তখনও, হারানো সে কথা,                    পেয়েছিনু যারে মধ্য বয়সে। আর কখনো বা ফিরবে কি সেই দিন,                    বয়সের ভারে স্মৃতিতে বিলীন, আউটরাম ঘাটে আবার করে দেখা,       একটু পাশে বসে পটভূমিতে,           কত চেনা সে ছবি মনে ছিল আঁকা। পশ্চাতাপ হয়তো হবে তোমারো,                  একটু ঘুরে গিয়ে ফিরে তাকানো, ঔদ্ধত্যের সাথে হয়তো সমঝোতা করেছিলে,    বোঝার আগেই প্রদীপ নিভিয়ে দিয়েছিলে। তিন সত্যি করো দেখি,         মন বলে আজও কেন দ্বিধা একি, একবার,শুধু একবার,কোথাও তো ভুল ছিল, সাঙ্গ বেলায়, হেঁয়ালি খেলায়,                           শুধুই  অনুতাপ রয়ে গেলো।