Posts

Showing posts with the label nostalgia

B-142#আমার বায়ুসেনার দিনগুলি (প্রথম ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( প্রথম ভাগ )   1988 সাল 2 রা মে , সোমবার মেজদিদির বিয়ে, বাড়িতে আলোর রোশনাই , আত্মীয়স্বজনে ঠাসাঠাসি  , ভোর চারটেতে উঠে মেজদিদিকে দই চিড়ে খাওয়ানো আর মহিলাদের জল সাইতে যাওয়া এই ছিল  সেদিনের  সকালের বাড়ির ছবি । আমি আর মেজদিদি দুজনেই নতুন জীবন তৈরী করার প্রস্তুতি নিচ্ছি । মেজদিদির   নতুন সংসার , আর আমার নতুন জীবন তাও আবার দেশের প্রতি ব্রতী হওয়ার সংকল্প । এযেন দিনটাকে সাক্ষী রেখে আগামী জীবনের একটা প্রস্তুতি । মনে মনে ভাবলাম এমন দিন খুব কম লোকের জীবনেই আসে, বড়ই ভাগ্যবান আমি । সন্ধ্যে বেলায় বর ঢুকবে সেই সুদূর চক্রধরপুর থেকে আর আমার যাত্রার  মা হেন্দ্র যোগ শুরু হবে ঠিক একই সময়ে  - গন্তব্য মাদ্রাজ, রাতে ট্রেন হাওড়া মাদ্রাজ মেল । বাড়িতে মেয়ে বিদায়ের কান্নার সুর ঠিক বিয়ের পরদিন দিন হয় , কিন্ত একি! এতো    ছেলে বিদায়ের করুন  সানাই   বেজে উঠলো বিকেল থেকেই , আমি নিশ্চুপ , মন আমারও খারাপ এদিকে সম্মতি জানিয়েছি কর্তৃপক্ষের কাছে মানে বায়ুস

B-137# ঠাকুরদিদি ও আমার প্রথম বেনারস যাত্রা

Image
ঠাকুরদিদি ও আমার প্রথম বেনারস যাত্রা ঠাকুরদিদি নাম টা আসলেই যে নামটা প্রথম আমার মনে পড়ে    সে হোলো আমারই ঠাকুরদাদা , ঠাকুরদিদির স্বামী স্বর্গীয় যামিনীরঞ্জন সেন যাঁর খ্যাতি ও জীবনের চরম শীর্ষে পৌঁছনো আর সেখান থেকেই আমাদের এই সেন বংশের অনেকটাই পরিচিতি । এই যামিনী সেন ছিলেন তখনকার দিনে এম এ ইকোনকিক্স এ, পাশ করেছিলেন হিজলি জেল থেকে বর্তমানে যেটা মেদিনীপুরে।   একজন স্বাধীনতা সংগ্রামী যিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন লবন আন্দোলনে গান্ধীজির সাথে , তাঁর বহু ঘটনা বাবার মুখে শোনা । শুধুই তাঁর সম্বন্ধে এতটুকুই মনে পড়ে    যেদিন চলে গেলেন আকাশবানীর বেতারে   করুন বেহালার সুরটা সারাদিন বেজেছিল আর ভাষ্যপাঠ তাঁরই জীবন কাহিনী রেডিওতে । সিপিএমের একনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী   সে আর কেউ নয় আমারই ঠাকুরদাদা , বাবার নিজের কাকা । কেওড়াতলা মহাস্মশানে যে মানুষটা সেদিন ছায়ার মতন ছিলেন তাঁরই মরদেহের  পাশে তিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু । বর্তমান যামিনী সেনের ভিটে হা