Posts

Showing posts with the label STRUGGLE

B-154# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- পঞ্চম ভাগ

Image
লক্ষ্য যেখানে স্থির, সংকল্পটা হোলো মনের গভীরে বাঁচিয়ে রাখা একটা প্রদীপের দপদপ করতে থাকা শিখা। শুধুই অল্প একটু তেল বা জ্বালানি সেই শিখাকে যেমন উজ্জীবিত করে, জিইয়ে রাখে তেমনটাই আমার সংকল্পের কাহিনী।কিছু করতে হবে এটাই বুঝি আল্লাহ হয়তো পরীক্ষা নেন জীবনের সমস্ত ক্ষেত্রে। যাঁর যত কঠোর পরীক্ষা তাঁর তত বেড়ে ওঠার সিঁড়িটা হয়তো সহজ হয়ে ওঠে একটা সময়ে,এটাই আমার মনের বিশ্বাস।সেটা মানুষ বোঝেন অনেকই পরে যখন সাফল্য এসে ধরা দেয়। আমার অনেক কষ্টের জমানো সাতাশশো টাকা মুহূর্তে আমাকে শূন্য করে দিল, তাও হার মানিনি। মনকে বলেছি ওটা আমারই দোষ, ঐ যে হোটেলের লোকেদের থেকে চলে যাওয়ার সময় টিপস চাইতাম, সেটা আমার হকের পাওনা নয়, সেটা আমার রোজগারের অর্থ নয়, কখনোই হতে পারে না, সেটা ছিল আমার ঘুষ। আল্লাহ রহমত সব দেখেন, তাই সেটারই শিক্ষা পেলাম। আমার সেই বছরে আর এগারো ক্লাসে ভর্তি হওয়া হোলো না।ভাবলাম এভাবে হোটেলে কাজ করলে মাসের শেষে মাইনা সেখান থেকে নিজে চলবো কি আর পড়াশুনোর জন্য টাকা রাখবো কি, এভাবে জীবন চলতে পারে না। টাকার প্রয়োজনও আছে এই মুহূর্তে, কাজ করবো সঙ্গে সঙ্গে টাকা -এটাই মাথায় ঢুকলো।  আমি পুরো ঢাকা শহর হ

B-150# রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন- প্রথম ভাগ

Image
প্রতিবন্ধকতা কখনোই প্রতিবন্ধী নয় , সেটা মনের , জীবন নাটকের চেয়েও নাটকীয় ( রুটি কলা থেকে বেড়ে ওঠা লালন ) এ এমন এক বাস্তব কাহিনী। বাংলাদেশের ছেলে লালন   যেখানে কপাল , ভাগ্য , সবটাই প্রতিকূল হলেও জীবন ভেসে গেছে একটাই ইচ্ছে নিয়ে শৈশব থেকে মধ্যবয়সে   চাওয়া – খাওয়া নয় “ পড়বো ” জগৎটা কে জানবো ” কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে “। এতটুকুও কাল্পনিক নয় এক বাস্তব সংগ্রামের কাহিনী লালনের । আমার নাম শেখ লালন , জন্মসূত্রে আমার বাসস্থান বাংলাদেশের চুওয়াডাঙ্গায় । আমার মা বাবার সহযোগিতায় আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করতে পেরেছি । প্রাইমারি স্কুলে ছিলাম প্রথম থেকেই ফার্স্ট বয় , জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হবো । আমরা তিনজন ভাইবোন বড় দিদি ও দাদা আমি সর্ব কনিষ্ঠ । পরিবারের এতোই অভাব অনটন ছিল যে আমার পড়াশুনো বন্ধ করে আমায় স্থানীয় একটা রেস্টুরেন্টে কাজ করতে হয় , বাবা পেশায় ছিলেন কৃষক । বাবাই আমায় হোটেলে কাজে দিয়ে এসেছিলো , আমার খুবই কষ্ট লাগতো কারণ হোটেলের সামনে

B-146# আমার বায়ুসেনার দিনগুলি (চতুর্থ ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( চতুর্থ ভাগ ) বিকেলে চা খেয়ে পনেরো মিনিটের বিশ্রাম ঠিক ছটায় আবার ফল ইন , সারাদিনে চারবার এই ফল ইন হয় । চায়ের সাথে হাল্কা  স্ন্যাক্স    জাতীয় খাবার খেতে না খেতেই চললাম সেই পরিচিত চিরাচরিত মাঠে সিনেমা দেখতে । বিশাল জায়ান্ট স্ক্রিন , ইচ্ছে করছে না , পারলে মাঠেই শুয়ে পড়ি এতটাই ক্লান্ত লাগছে,   কিন্ত বলার   উপায় নেই কর্তৃপক্ষের কাছে । বসে আছি আর পাঁচটা বন্ধুদের সাথে মাঝমাঠে । শুরু হোলো সিনেমা রাজকাপুরের বই “ মেরা নাম জোকার ” । নামটা প্রথম শুনলাম যদিও  আমার    সিনেমার সম্বন্ধে অভিজ্ঞতা    বড্ড কম । মনে ভাবলাম সত্যিই তো জোকারই বটে । কি করছি কেন করছি কোনো কিছুরই বোঝার উপায় নেই , জীবন হাত ধরে টেনে নিয়ে চলেছে তাই নিয়েই চলেছি মন কিছুতেই মানছে না । বাড়িতে কতদিন যেন চিঠি দেই নি সেই বিশাখাপত্তনম    থেকে শেষ পোস্ট করা চিঠি । সিনেমা শুরু হোলো মাঝে মাঝে নিক্সনের গায়ে এলিয়ে পড়ছি , সে আবার করে ঠেলা দেয় ধড়পরিয়ে উঠি । কিছুক্ষন পরে