Posts

Showing posts with the label PET

B-78#মাধুর - তৃতীয় ভাগ – হেদুয়া ভেদুয়া ( শুভ সুমেধার পঞ্চদশ অধ্যায়)

Image
মাধুর – হেদুয়া ভেদুয়া ( শুভ সুমেধার পঞ্চদশ অধ্যায়) আয় আয়,আয় আয়, এই হেদুয়া আসবি আমাদের বাড়ি, কি রে বসে আছিস কেন? জানিস আমাদের মরা পোড়া গাঁয়ে তোর একটা দাদা আছে ওর নাম ভেদুয়া, তুই তো খুব ছোটো ভেদুয়ার থেকে তাই তোকে হেদুয়া বলেই ডাকবো। বুঝলি? কি রে চুপ করে মাটিতে মুখটা বাড়িয়ে শুয়ে আছিস কেন? খেতে দেয়নি বুঝি তোকে তোর মালিক। চলে আয় এখানে,আমাকে জানিস এরা পেট ভরে খেতে দেয়, বড় মা বড় বাবা খুব ভালো এখানে অনেক খাওয়ার। আর হ্যাঁ শোন্ আমাকে যা খেতে দেয় খেয়ে শেষ করতে পারিনা, কি আছে তুই ও খাবি আমার সাথে রাতে আমার সাথে ঘুমোবি। জানিস ভেদুয়াটা এখন খেতে পারছে না বোধহয়। আমরা এমনিতেই গরিব তার উপর নিজেদেরই অর্ধেক দিন খাওয়া হতো না তো গাঁয়ে। জানিস যেদিন খাওয়া হতো না আমরা দুজন দুজনের গলা জড়িয়ে শুয়ে পড়তাম।  কি আছে হয় ,এগুলো তো আমাদের গাঁয়ে ঘরে ঘরে কত লোক যে খেতে পায় না।  তুই আসবি কি তাহলে দরজাটা খুলে দেবো?              মাধু এই মাধু ছাদে কার সাথে কথা বলেই চলেছিস। তোকে তো ছাদে পাঠানো বড়ই মুশকিল, এখানে চিনিস না জানিস না কাউকে, সবে এক সপ্তাহ হয়েছে, অমনি সবার সাথে যেচে আলাপ করেই চলেছিস, নিচে নেমে

B-23# REBIRTH -পুনর্জন্ম

Image
                                                        সুধী পাঠক গণ আমার এই কাহিনীটি একেবারে সত্য ঘটনার উপর আধারিত, আশা করি পড়ে আপনাকেও ভাবিয়ে তুলবে জীবনের আসল মূল্যবোধ।   পুনর্জন্ম  গতবছর অর্থাৎ সালটা 2019, দিনটা খুব সম্ভবত 20শে জানুয়ারী, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এক কাপ চা হাতে ব্যালকনি তে দাঁড়িয়েছি, তখন প্রায় সকাল সাতটা বাজে,  প্রকৃতির ঠান্ডা আমেজ, আর সূর্যদেব ও  ধীরে ধীরে উঁকি দিচ্ছেন তাই সামান্য উষ্ণতা উপলব্ধি করছি।  প্রায় মাসখানেকের বেশি হবে পাড়ায় এক নেড়ি কুকুর চারটে সন্তানের জন্ম দিয়েছে, তারা প্রত্যেকে সমান তালে খেলে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে, এমনিতেই কুকুর শাবকদের শিশু বেলাটা বেশ আদরের লাগে দেখতে। আমার বাড়িটা দক্ষিণমুখী তাও আবার গলির রাস্তাটা বাড়ির সদর দরজায় এসে ঠেকে, আবার রাস্তার ডানপাশে লাগোয়া একটা লম্বা খোলা হাই ড্রেন, হঠাৎ করে দেখি  একটা কুকুরশাবক খেলতে খেলতে  ওই নালায় পরে যায় , এবং তাকে বাঁচানোর জন্য তার ভাইবোনেরা সমানে কাঁদতে থাকে সেটা বেশ ভালো করে ঠাওর করতে পারছিলাম, তাদের কাকুতি মিনতি আর চিৎকারে তার মা পর্যন্ত পৌঁছে যায়। একে তো শীতকাল তার উপর একটা সারমেয় শাবক