Posts

Showing posts with the label WRONG

B-74#কোনটা ভুল কোনটা ঠিক

Image
                                                                                     কোনটা ভুল কোনটা ঠিক      ভুল আর ঠিক দুটোই বিপরীত অর্থ, ছোটবেলার থেকে যেটা শিখে এসেছি ভুল মানে আক্ষরিক অর্থে যেটা বোঝানো যায় তা হোলো কাটা চিহ্ন আর ঠিক মানে হোলো একটাই সঠিক চিহ্ন। যে জিনিস ভুল তা এক দল সুবিধে বাদী মানুষ তাঁদের নিজেদের স্বার্থে তা করেই চলে কিন্তু আদৌ কি কাটা দাগটা কোনোদিন সত্য হয়। একটু বিস্তারিত বা খুব গভীরে গিয়ে এ ব্যাপারে রেখাপাত করা যাক।    কাটা অর্থ দুটো দাগ, একে অপরের গুণিতক হিসেবে কাজ করে অর্থাৎ এরা নিজেরাই  কেউ কাউকে মেনে নিতে পারে না, একঅর্থে দ্বিমত, যেখানে দ্বিমত সেখানেই তো মতের অম...

B-57#ভুল

Image
    ভুল কত ঠকবাজ, কত মুখে বুলি,                          পৃষ্ঠপোষক কেউকেটা  , বিশ্বাস গুলো শুধুই  ভেঙে চলে,             আজও  দাঁড়ায়ে সে তোষামুদে কেষ্টা । যখনই ভেবেছি আদৰ্শ করেছি,                   বুঝি ব্রতী হবো মাথাই তুলেছি, আদর্শ  গুলোকে বিষ দিয়ে মেখে,                      অধপতনে গেলো এ দেশটা। অর্থ, ক্ষমতা এই ঘেরাটোপে,               রানার ছুটেছে আরো জোরে পথে, ভাবের ঘরে চুরির প্রাসাদে,                 পৌঁছয় রানার কোন সে প্রভাতে। ভুলের থেকে কি শিক্ষা নেবো,    শিক্ষা ভাবে ভুল,তোকেই আগে স্থান  দেবো, তোষামোদে আজও  তুই যে শ্রেষ্ঠ,        ওহে বোকা তুই,এখনো কেন কলির কেষ্ট। শিক্ষার কলসে অশিক্ষা য...