Posts

Showing posts with the label LIFE SPAN

B-126#জীবন নামচা

Image
জীবন নামচা   দুই এক্কে দুই , দুই দুগুনে চার ,       চারে  ছিলাম, ওটাই এখন দুয়েই মেলা ভার ।   তিন এক্কে তিন , তিন দুগুনে ছয় ,  কেমন  একজন  কমে গেলেই, সংসার নয়ছয় । চার এক্কে চার , চার দুগুনে আট , বোনেদেরই বিয়ের পরে  ঘুচলো বোঝার   পাট । পাঁচ এক্কে পাঁচ , পাঁচ দুগুনে দশ ,  মা বাবার ঐ খুশির মুখে জীবনটা সংশয় । ছয় এক্কে ছয় , ছয় দুগুনে বারো ,   কন্যা সন্তান হতেই যেন, মনে জোয়ার এলো । সাত এক্কে সাত , সাত দুগুনে চোদ্দ , নাতিনেরা গালে ভাত নিয়ে,ঠাকুমা শোনান পদ্য। আটে   দুয়ে ষোলো , নয়ে দুয়ে আঠারো , বয়স কালের  রোগ ব্যাধি , হঠাৎ দেখা দিল । জীবন যেন এক থেকে দশ,দশ থেকে তিনে  এল, রোজনামচা মনে আউড়ায়, কথাগুলো পড়ে রইলো।        

B-92# মৃত্যু

Image
মৃত্যু যেদিন যাবো, সেদিন পাবো,                   শুধু সাড়ে তিন হাত আর ,  না বলা সেই বাকি কথাগুলো,               শুধু বেঁধে রাখবে চারিধার। একটু দেখি করি সে  চেষ্টা,           ওরে বাঁধিস না যে অমন করে, যারা বেঁধেছিলো, তাঁরাই বোলবে ,             বলো হরি, হরি বোল বোলে । শুয়ে চলে যাবো, কেউ বা কাঁদবে,              করবে হয়তো কত সে কদর, কেন এসেছিলাম কি নিয়ে গেলাম,        সেদিন বুঝবো,গিয়ে সে হরির দ্বার। জীবন মানে অনেক কটা দিন,                    যখন পোড়ায় মুহূর্তে বিলীন, ছন্দে ফিরবে যত পরিচিতি,                বছর ঘুরলে শুধু স্মৃতিতে যে ইতি।