Posts

Showing posts with the label RELATIVES

B-113#বিয়েবাড়ির সেকাল একাল (প্রথম পর্ব )

Image
বিয়েবাড়ির সেকাল একাল (প্রথম পর্ব) https://sadamata101.blogspot.com/2020/11/b-115.html আপনাকে দিই,আপনাকে দেই,এ ছিল সেকালের পরিবেশনের রীতিরেওয়াজ । ঠিক আজ থেকে খুবজোর বিশ পঁচিশ বছরের আগের কথা মেয়ের  বিয়ের সাতদিন আগে আর সাতদিন পরের ছবি । ঠাকুমা, দাদু, পিসিমা, পিসেমশাই, জেঠতুতো দিদি, দাদা, বোনেরা, মাসতুতো, জ্যাঠা তুতো সকলে আসতেন নিয়ম করে। একজন আসতেন সবার আগে উনি না আসলে হেঁসেল চলবে না, তাই উনার কদর ও তোয়াচ হতো সেই বিয়েবাড়িতে সবার আগে । আমাদের বাড়িতেও সেই একই মহিলা আসতেন,ঘুরেফিরে সমস্ত অনুষ্ঠানে যেতেন- তিনি আমাদের জেঠতুতো বড়বৌদি,একজন অসম্ভব দায়িত্ববান মহিলা। একদল খাটতো, একদল সমালোচক থাকতো শুধু আসতো বিয়েবাড়ির ভুল ধরতে, আরেকদল শুধুই  ফরমাস খাটাতো, বুড়োবুড়িরা গোল করে বসতেন এক জায়গায় আর সমানে সকলের প্রণাম নিতেন আর বলতেন “বাবা কত বড় হয়ে গেছে সেই দেখেছিলাম কত ছোটো যখন ওদের বাড়িতে গিয়েছিলাম জব্বলপুরে”। ব্যস শুরু, এখান থেকেই জব্বলপুরের কাহিনী আর বিয়েবাড়ির গল্পের মোড় টান টান উত্তেজনায় রমরমা হয়ে উঠত । আত্মীয়স্বজনদের মধ্যে কেউ না কেউ আগেও সেখানে গেছেন তাই উড়ে এসে ধপা