Posts

Showing posts with the label SAD

B-22#THEFT চুরি ( শুভ সুমেধার সপ্তম পর্ব)

Image
                             চুরি (  এক সত্য ঘটনার উপর আধারিত) 8  সুমি  জানো, কাল  এক বন্ধুর সাথে দেখা হোলো প্রায় দীর্ঘ  বাইশ বছরের পর, কি কাকতালীয় ব্যাপার, জানো সেই পাশের বেডের চ্যাটার্জী দা কে দেখতে এসেছিলো তার ভাই, আমি তো দেখেই চিনতে পেরেছি। চ্যাটার্জী দা আমার সাথে পরিচয় করাতেই দেখি- আমরা একেবারে কলেজের বন্ধু  বিনয়, যেমন নাম তেমনই তার বিনয়ী ভাব, কথাবার্তা, হাঁটাচলার মধ্যে একটা বেশ সভ্যতা ও ভদ্রতা আছে , একটা আদর্শবান ব্যক্তিত্বের পুরোটাই যা হওয়া উচিত সম্পূর্ণ  টাই তার চরিত্রে লক্ষ্য করা যায়।বিনয়ের ভালোনাম বিনয় চ্যাটার্জী।কলেজে পড়াকালীন কোনোদিন তাকে রাগতে দেখি নি ,মতের অমিল হলেই সে কোনো কথা না বলে চুপ করেই থাকতো, তাতেই   তার  অনিচ্ছার প্রকাশ ঘটতো, হাসির কথা হলেই এতো প্রাণখোলা ভাবে সে হাসতো, যেমনটা ইদানিং কালে একটাও মানুষকে আমার অন্তত চোখে পড়েনি।  বিনয়েরা  সাত ভাই দুই বোন, বিনয়  সর্বকনিষ্ঠ।  দাদাই তাদের বাড়িতে জ্যেষ্ঠ। বড়দা এতই বড় যে তার ছেলে বিনয়ের থেকে তিন বছরের ছোটো। একঅর্থে বলা যাই তারা পিঠোপিঠি। বিনয়ের বড়দা অর্থাৎ প্রফুল্ল চরণ চ্যাটার্জী মানে যিনি আমার পাশে

B-20#লবটুলিয়া থেকে রাতমোহনা (শুভ সুমেধার ষষ্ঠ পর্ব)

Image
লবটুলিয়া থেকে রাতমোহনা  কি ব্যাপার সুমি, এতো সকাল সকাল কোনোদিন তো তুমি আসো নি আমায় দেখতে, আর এমনিতেই আমি আগের থেকেও অনেক সুস্থ, কথাও বলছি,  তবে কষ্ট হচ্ছে। আরে বোলবে তো নাকি তোমায় বেশ বিধ্বস্ত দেখাচ্ছে, চোখ দুটো বেশ লাল হয়ে গেছে। এই কিছু লুকোচ্ছ ?  আচ্ছা বসো দেখি,  কিছু তো হয়েছেই,  শোনো বুঝেছি তুমি বোলবে না, আমি তোমার চোখ দুটো দেখলেই বুঝি, বলবো – ন কাকুর কিছু হয়েছে তাই তো?  আমি আগেই টের পেয়েছি পাশের ঘরে কাল বেশ মাঝ রাতেই ইমার্জেন্সি তে ডাক্তাররা বেশ ছুটোছুটি করছিলেন, কি জানি বলছিলেন কানে এসেছিলো ঠিকই, কিন্ত পরক্ষনেই ভাবলাম ইমার্জেন্সি তে তো সারাটাক্ষন টা অমন হয়,  সেটা যে ন কাকু.......                                     হ্যাঁ শুভ ঠিক ধরেছো কাল রাতেই 1.40 মিনিটে, ন কাকিমা কিন্ত বেশ মানসিক ভাবে শক্ত, এতটুকুও চোখের জল নেই,  আমরা তো রাত তিনটে থেকেই হাসপাতালে।  কি অদ্ভুত জানো শুভ,  গতকাল বিকেলেই তোমার ডিসচার্জ লেটার দিয়ে দিয়েছেন, আমরা তখন থেকেই ব্যস্ত ছিলাম ন কাকুকে নিয়ে, তাই বলেও ছিলাম তোমায় কাল নিয়ে যাবো। আমি তো ভাবলাম তোমায় চমক দেবো সকালে এসে।  কিন্তু কি অদ্ভুত দেখো তুমি আর 

B-14 #ACCIDENT ( এক্সিডেন্ট). শুভ সুমেধার দ্বিতীয় ভাগ

Image
অ্যাক্সিডেন্ট   শুভ, এই শুভ,  বাবা কথাটা কানেই যাচ্ছে না তোমার দেখছি, একমনে সমানে ফেইসবুক আর হোয়াটস্যাপ করে চলেছো,  চা টা খাবে তো নাকি, ঠান্ডা হয়ে গেলো তো?  কি হোলো,  ধূর এতই মশগুল, বুঝেছি তোমার বিবাহবার্ষিকী, ঘুড়ি ওড়ানো, ওগুলো তোমার প্রয়োজনে আমায় মন ভোলানোর জন্য, নেকামি আর দেখিয়ো না,  কাল তো যা আবেগ দেখলাম, ভাবলাম যাক অন্তত কুড়িটা বছর পর  আমায় বুঝলে, আমায় সময় দিলে শুভ।          কি হয়েছে বলো বলো, sorry ,  কি যা তা বকে যাচ্ছ সুমেধা,  বহুদিন পর ফেসবুকে একজন ছোটবেলার বন্ধু কে খুঁজে পেলাম কাল,  আমায় friend request পাঠিয়েছিল, তাই একটু chat করছিলাম আর  কি।                                                    আরে আমার ডান চোখটা সমানে ধূর , আমার  মোবাইলটা আবার বাজছে, দাঁড়াও ধরি গিয়ে এসে বলছি। হ্যালো ন কাকিমা, বলো কি হয়েছে, এখান থেকে এখানে ফোন করলে কেন? আসতেই পারতে, আরে কাঁদছো কেন?  সকাল সকাল কি হয়েছে বলবে তো নাকি, হ্যাঁ কাকুর কি হয়েছে বললে,  আরে বল না শুনতে পারছি না একটু জোরে বল হ্যালো,    কি?  হাত মুখ বেঁকে গেছে, কি করে হলো, দাঁড়াও দাঁড়াও আসছি রাখো ফোন টা।  আ