Posts

Showing posts with the label DIAGNOSIS

B-123#BRAIN SCAN

Image
BRAIN SCAN  সবেতেই কিছু বোঝার আগেই একটা স্ক্যান হয়। যেমন ধরুন আপনার হাত বা পা ভেঙেছে সেখানে স্ক্যান না হলে ডাক্তারবাবু কি ভাবে বুঝবেন ঠিক আপনার কোন জায়গাটা ভাঙা পড়েছে। আপনার শরীরে ভিতরে কিছু হলেই সেখানেও এই স্ক্যানের প্রয়োজন। আচ্ছা কোনো মনোস্তাত্তিক ডাক্তারের কাছে গেলে উনি আপনার সাথে নানান প্রশ্ন করেন, আপনার কথার মধ্যে অসংগতি পেলে, সেখান থেকেই শুরু হয় তাঁর রোগীর প্রতি ট্রিটমেন্ট। এমন এক মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কথা জানলাম যিনি এযাবৎ চুরাশি  হাজার রোগীর স্ক্যান করেছেন  তবেই তিনি তাঁর ট্রিটমেন্ট শুরু করেন একেবারে নির্ভুল ভাবে। একথা জানাতে গিয়ে উনি বেশ কিছু উপমা দিলেন নিজের বাড়ির লোকের থেকে। andrew নামে একটি শিশু মাঝে মাঝেই তার বন্ধুকে বাস্কেট বল খেলার সময় সজোরে মাথায় আঘাত করে, একটা সময় শিশুটি সংজ্ঞা হারিয়ে যায় ও ঝগড়া বাঁধে তার বাড়ির লোকের সাথে সেটাই স্বাভাবিক।এই সেই andrew র আরেকটি দৃষ্টিকটু দৃষ্টান্ত চোখে ধরা পরে, বাচ্চাটি খুব ভালো আঁকে একদিন andrew তার কল্পনায় এমন এক ছবি আঁকে সেটি হোলো গলায় দড়ি দিয়ে সে ঝুলছে আর সেই ঝুলন্ত অবস্থায় সে হাতে বন্দুক  নিয়ে তার বন্ধুদের গুলি করছে