Posts

Showing posts with the label Benaras

B-137# ঠাকুরদিদি ও আমার প্রথম বেনারস যাত্রা

Image
ঠাকুরদিদি ও আমার প্রথম বেনারস যাত্রা ঠাকুরদিদি নাম টা আসলেই যে নামটা প্রথম আমার মনে পড়ে    সে হোলো আমারই ঠাকুরদাদা , ঠাকুরদিদির স্বামী স্বর্গীয় যামিনীরঞ্জন সেন যাঁর খ্যাতি ও জীবনের চরম শীর্ষে পৌঁছনো আর সেখান থেকেই আমাদের এই সেন বংশের অনেকটাই পরিচিতি । এই যামিনী সেন ছিলেন তখনকার দিনে এম এ ইকোনকিক্স এ, পাশ করেছিলেন হিজলি জেল থেকে বর্তমানে যেটা মেদিনীপুরে।   একজন স্বাধীনতা সংগ্রামী যিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন লবন আন্দোলনে গান্ধীজির সাথে , তাঁর বহু ঘটনা বাবার মুখে শোনা । শুধুই তাঁর সম্বন্ধে এতটুকুই মনে পড়ে    যেদিন চলে গেলেন আকাশবানীর বেতারে   করুন বেহালার সুরটা সারাদিন বেজেছিল আর ভাষ্যপাঠ তাঁরই জীবন কাহিনী রেডিওতে । সিপিএমের একনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী   সে আর কেউ নয় আমারই ঠাকুরদাদা , বাবার নিজের কাকা । কেওড়াতলা মহাস্মশানে যে মানুষটা সেদিন ছায়ার মতন ছিলেন তাঁরই মরদেহের  পাশে তিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু । বর্তমান যামিনী সেনের ভিটে হা