Posts

Showing posts with the label GANESH PUJA

BFES-1#GANESH_CHATURTHI

Image
  শুভ গনেশ চতুর্থী 2020 সুপ্রভাত আমার সকল বন্ধুরা ও সকল পাঠকগণ আজ শুভ গনেশ চতুর্থী, তাই শুরু করছি এক শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শ্রী শ্রী গণেশের নামে আমার এই blog লেখা। নানান পৌরাণিক তথ্য নিয়ে আজ হাজির হলাম আপনাদের কাছে। আসা যাক এক বিস্তারিত রূপরেখায় একেক করে :- • পৌরাণিক মতে কেন ইনি সবার আগেই পূজিত হোন, • গনেশের মাথাটি হাতির মাথা কেন , • কলাবৌ কি আদৌ গনেশের বৌ, • গণেশ পুজোর বিধি, মন্ত্র, ও উপকরণ, • গণেশের খাবার ও পৌরানিক কাহিনি, • কোন কোন জায়গায় বা দেশে  উনাকে কি নামে ডাকা হয় I • একবার ব্রহ্মান্ডে সমস্ত দেবতাদের মধ্যে বিরোধ দেখা দিল যে পৃথিবীর সমস্ত দেবতাদের মধ্যে আগে কোন ঈশ্বরের উপাসনা করা উচিৎ। সমস্ত দেবতারা নিজেদের সেরা বলতে আরম্ভ করলেন। নারদ মুনি এই পরিস্থিতি দেখে সমস্ত দেবতাকে শিবের আশ্রয়ে গিয়ে তাঁকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছিলেন। সমস্ত দেবতারা ভগবান শিবের নিকট এসে উপস্থিত,তাঁদের মধ্যে এই ঝগড়া দেখে ভগবান শিব একটি সমাধানের পরিকল্পনা করেন। তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সমস্ত দেবতাকে তাঁদের নিজ নিজ বাহনের সাথে পুরো মহাবিশ্বের আশেপাশে যেতে বলা হয়েছিল। এই প্রতিযোগিতায়