Posts

Showing posts with the label LOVE

B-135#রাস্তাঘাটের রোজ নামচা

Image
রাস্তাঘাটের রোজ নামচা   সেদিন মাদার ডেয়ারি বুথের এক লম্বা লাইনে দাঁড়িয়ে আছি , বেশ কিছু কথা কানে ভেসে এলো দুই বন্ধুর  ।  তাঁদের বয়স বোধকরি আমারই বয়সী ঐ পঞ্চাশ বা তার একটু বেশি । কানপেতে অবাক হয়ে শুনছিলাম আর মনে মনে হাসছিলাম । আজকাল হাসার একটা সুবিধে আছে যেহেতু মাস্ক পরা থাকে তাই পেছনের লোকের বোঝার উপায় নেই ।              এক বন্ধু আরেক বন্ধুকে বলছে , আচ্ছা আজকাল দিনগুলো কেমন যেন পাল্টে গেছে ছেলেরা বাবার পকেট থেকে  চুরি করে না  তে মন । আমাদের সময়ে আমরা কত করতাম বাবার মানিব্যাগ থেকে আটআনা, এক টাকার আধুলি হামেশাই চুরি করতাম, কারণ একটাই সিগারেট বিড়ি খেতে হবে । তবে খেতাম কিন্তু অনেক দূরে গিয়ে মাঠের এককোনায়, একটা সিগারেট চারজন ভাগ করে । সেটা শেষ হলে পেয়ারা পাতা চিবোনো , না হয় কোলগেট দিয়ে মুখ ধুয়ে বাড়ি ঢুকতাম ।              শুনে বেশ অবাক হয়ে ঘুরে দেখলাম আর মনে মনে হাসলাম , কোনো উত্তরই দিই নি ভাবলাম এত আমারই কথা, টপিক্স টা কিন্তু জম্পে

B-37 #ঢিঙ্কা_চিকা

Image
                       ঢিঙ্কা চিকা বারো মাস আমি , বারো রকম ভাবে,                               তোমায় ভালোবাসবো, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকাই,               আমরা নাচবো, দেশকে নাচাবো। Abcd আর পড়বো না আজ,                    ভাবছি ওসব যত বাজে কাজ, বুলি আউড়ে, স্লোগান উড়িয়ে,                       করবো শুধুই দেশ বাজিমাত। মন্ত্রী গুলো যন্ত্রী হয়েছে,                       তা দেখেই সব উচ্ছন্নে গেছে, ওরা যেটাই ঠিক ভাবে আজ,                             কুলুপ এঁটে নেই প্রতিবাদ। সেলিব্রিটি হলে এটাই মজা,                        ওঠার সিঁড়িটা বড্ডো সোজা। নন্টে ফন্টের ভারী দুঃখ আজ,                               নাচিনি কেন,  কপালে আজও  ভারী দুশ্চিন্তার ভাঁজ।

B-29#আমাকে দেখো

Image
                        আমাকে দেখো কতবার তুমি,  আরো কতদিন , কতভাবে পোষ্ট করবে,  “ একই অঙ্গে এতো রূপে “,  কেন তুমি শুধুই কমেন্টস চাইবে  ।  তিস্তার পাড়ে, মেখলা শাড়িতে, তোমায় লেগেছিলো বেশ,  এক ফালি মেঘ ,ইতি টেনেছিলো, ম্লান করেছিলো  তোমার সৌন্দর্যের রেশ। প্রকৃতির কাছেও ফিকে হলে তুমি, এ অপবাদ আজও কি বোঝো না?  শুধুই সেলফি,  আর আত্ম তৃপ্তি, মিথ্যে সাজাও তোমার অহেতুক সৌন্দর্যের রটনা। প্রকৃতিকে কত কলুষিত কর, তাঁর সাজানো সেই ফুলের বাগান, কোনো পোষ্ট নেই সেই বাগানের, তাই তোমার খোঁপায় আজ তুমি বেমানান।  উল্টে দেখো পাল্টে যাবে, বৃথা তোমার এই আত্মগ্লানি,  অন্যকে ভাবাও, ভাবতে শেখাও, পোষ্ট কর সব অদেখা কাহিনী। বন্ধু তুমি ভুল বুঝোনা ,  বন্ধু বলেই ভাবাতে শেখাই,  ফেইসবুক আর হোয়াটস্যাপে তাই লাইক দিতে,  আজও মন যে না চাই।  “ আপনারে লয়ে বিব্রত রহিতে  ”, সত্যিই কি এসেছি  এই অবনী পরে? নিজেকে নিয়েই ব্যস্ত কেবলই, একটু তো ভেবো পরের তরে।   দেবপ্রিয় সেন     07.05.2020

B-28#LOVE. (শিশু- প্রেম -মনে পরে আজও চোঁ চোঁ)

Image
                                            শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা                                                                         শিশু প্রেম চোঁ চোঁ  (এক সত্য ঘটনার অবলম্বনে) মা আমায় বিয়ে দেবে না?  কালই তো বলেছিলে।  মহিম  তুই বড় হলে তোর বিয়ে দেবো, বাড়িতে বৌ আসবে,তারপর আমার সব কষ্ট চলে যাবে, আমার সংসারের খাটাখাটনি কমে আসবে,  আমি পায়ের উপর পা রেখে তারপর সারাটাক্ষন বিশ্রাম করবো। তারপর তোর ছেলে মেয়ে হবে তাদের দেখে,  একটু বড় করে,  আমি দুচোখ বুজবো আর আমি চলে যাবো। মাঝে মাঝে আসবো যদিও তোদের দেখতে, ছাদে এসে দাঁড়াস,  আমায় ডাক দিস আমি নিশ্চয় আসবো।                      মা,সত্যিই  তুমি যেখানে চলে যাবে আবার আসবে তো মা ? আচ্ছা মা আমার বিয়ে হবে?  কে আমার বৌ হবে মা? আর যে বৌ হবে,  সে কোথা থেকে বাচ্চা গুলোকে আনবে? বলো না মা তুমি তো সব কিছুই জানো তাই না ? শোনো না বললে আমি আজ খাবোই না । মা আমার বৌ কে হবে আমি জানি,  আমি বলি তোমায়? মা আমার বৌ হবে চোঁ চোঁ। কি ভীষণ যে ভালো লাগে মা ওকে তোমায় বোঝাতে পারবো না। তোমারো তো ভালো লাগে তাই না?  দেখেছো তোমার যা ইচ্ছে আমারও