Posts

Showing posts with the label letters

B-133# এক টুকরো শিশুকাল আউল্ড কাউল্ড

Image
                          এক টুকরো শিশুকাল আউল্ড, কাউল্ড ছোটবেলায় যে সময়ে স্কুলে পড়তাম বাংলা বা ইংরেজিতে একটা চল ছিল বিশেষ করে grammar  portion এ  চিঠি লেখার, কথায় বলতাম যদি ঠিকঠাক লেখা যায়  ” ছাক্কা 15 নম্বরে 12 তো পাবোই “ । কি করে কত ভাষা দিয়ে চিঠি লেখা যাই , বাড়ির গৃহশিক্ষক বা স্কুলে লিখিয়ে দিতেন, একেবারে দাঁড়ি কমা , সেমিকলন কোনোটাই ছাড়তাম না, পুরোদস্তুর মুখস্থ করে আউড়ে যেতাম আর উগলে দিতাম পরীক্ষার খাতায় । ওটা হতো বেশির ভাগ ইংলিশের ক্ষেত্রে । ইংলিশ মানেই প্রচন্ড দুর্বল,  কারণ একটাই ভিত শক্ত ছিল না । শিক্ষক বহুবার বলেছেন could, would  spelling কুড ও উড   হয় , মন কোনোদিন মানেনি  । ঐ জায়গায় এসে ঠক্কর তো খেতামই, জোরে জোরে চীৎকার করে পড়তে গিয়ে বাবার ভয়ে   উঁচু স্বরে বলতাম ঠিকই, কিন্তু মনকে বলেছিলাম সেদিন তুই আউল্ড আর কাউল্ড উচ্চারণ করিস । কারণ একটাই তাহলে বানান টা বেশ মনে থাকবে পরীক্ষার সময় ভুল হবে না। প রীক্ষার হলে বাবা বা স্যার তো যাবেন না