Posts

Showing posts with the label HONEST

B-122#জহর বাবু

Image
জহর বাবু “ফিরকি” নামে চেনা সিরিয়াল,                               রোজ যে দেখা চায়, “কি করে বলবো তোমায়”            ওটা দেখি আগে, পরে এসো ভাই। "কৃষ্ণকলির" দারুন ক্লাইম্যাক্স,                 লেপের ভিতরে মজার আমেজ, জহর বাবুর হাজার কাজ,              সিরিয়াল না পেলেই কপালে ভাঁজ। ঠান্ডাটা বেশ পড়েছে,                   "রানী রাসমণি" ও জমে উঠেছে, কোনো কাজ করবে না সে,                কুলুপ এটে তাই টিভিতে বসেছে। কোন সেই ভোর বেলাতে,                  এ শিফট ডিউটির পাট চুকেছে, ফিরতি পথে মুর্গা এনে,                 বৌ রেগে আবার কাটতে বসেছে। আনখাই কথা বলেন না উনি,                         যোনটা বলেন শোনটা শুনি, আজ শনিবার নিরামিষ বার,                  ঝোল খায় শুধু, বাকিটা রবিবার। নিয়মটা তাহলে ভঙ্গ করো,                                 মা কালির দিব্যি বলছি,            দমতক আজ  ভুল হয়ে গেলো।  

B-18 #MAN_OF_ INNOCENCE. নির্লিপ্ত সোনাদা

Image
  নির্লিপ্ত সোনাদা  জীবন সম্বন্ধে এক উদাসীন নির্লিপ্ত ব্যক্তিত্বের নাম আমার সোনা দা। জীবনের নানান নেতিবাচক পরিস্থিতি তাঁকে উদাসীন হতে বাধ্য করেছে, একেবারে প্রতিবাদ ছাড়াই । অনেক ঝড় ঝাপটা তাঁর জীবনে বয়ে গেছে, এ যেন এক মাঝ  সমুদ্রে আশা এক বিশাল ঝড়ের ঝাপটায়  যখনই জাহাজ অতল সমুদ্রে তলিয়ে গেছে , আপাতদৃষ্টিতে মনে হয়েছে সব শেষ, কোথাও কোনো প্রাণের আশা নেই, আর থাকবেই বা কি করে, সেটা ভাবতে পারা টা ও যেন কল্পনা শক্তির বাইরে।কিন্ত তখনই হঠাৎ করে নাবিক ফিরে এসে বলে হ্যাঁ আমি আছি, আমি জীবিত।হ্যাঁ,ঠিকই বলছি, এতটুকু বানিয়ে বলছি না বিশ্বাস বা ভরসা পুরোপুরি করতে পারেন। সব কিছু শেষ হয়ে গেলেও "আমি আজও জীবিত", ইনিই হলেন বাস্তব গল্পের নায়ক আমার নাবিক নির্লিপ্ত সোনাদা । সোনাদার নানান কাহিনী একেবারে ছোটো থেকে বড় হয়ে বেড়ে ওঠা, প্রতিটি ধাপেই যেন আঘাতের পর আঘাত, নিজের সাথে সংঘাত, এত প্রতিকূলতার জীবন ও যে একটা মানুষের হতে পারে তা যেন অবিশ্বাস্য, এ যেন প্রত্যেকটা কাহিনী মনে হয় কেউ তুলি দিয়ে লিখে রেখেছেন আগের থেকেই, বিশাল ক্যানভাসে এক গল্পের আকারে যেটা সমানে ঘটেই চলেছে সোনাদার জীবন পঞ্জিকায়।